TRENDING:

Benefits of bottle gourd: দ্বিগুণ হবে পুরুষদের যৌন 'শক্তি'! মেয়েদের হুড়মুড়িয়ে কমবে ওজন! শুধু লাউ খেতে হবে 'এইভাবে'! চটজলদি মিলবে রেজাল্ট

Last Updated:
Benefits of bottle gourd: ওয়েট লস বিশেষজ্ঞ আঁচল চুঘ তাঁর সোশ‍্যাল মিডিয়াতে বলেন, ‘লাউয়ে আছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫ এবং বি৬। এছাড়া আছে আয়রন, ক‍্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ম‍্যাগনেসিয়াম আর ম‍্যাঙ্গানিজ।’
advertisement
1/8
দ্বিগুণ হবে পুরুষদের যৌন 'শক্তি'! মেয়েদের হুড়মুড়িয়ে কমবে ওজন! শুধু লাউ খেতে হবে 'এইভাবে
সব ডাক্তারই বলে সবুজ শাক-সবজি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। এমনই একটা আনাজ, যা পুরুষের যৌবনকে রাখে তুঙ্গে।
advertisement
2/8
সারাবছরই বাজারে মেলে লাউ। আর সেই লাউয়ের একটি পদই আপনাকে দেবে প্রচুর শক্তি।
advertisement
3/8
ওয়েট লস বিশেষজ্ঞ আঁচল চুঘ তাঁর সোশ‍্যাল মিডিয়াতে বলেন, ‘লাউয়ে আছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫ এবং বি৬। এছাড়া আছে আয়রন, ক‍্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ম‍্যাগনেসিয়াম আর ম‍্যাঙ্গানিজ।’
advertisement
4/8
এবার জেনে নিন কীভাবে লাউয়ের ভর্তা বানাবেন। একবার খেলে ভুলবেন না। রইল তার রেসিপি। যা লাগবে- লাউ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, সর্ষের তেল, হলুদ এবং কালোজিরে।
advertisement
5/8
প্রথমে লাউ ভাল করে কেটে নিন। এরপর জল দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ লাউ ভাল করে মিক্সিতে বেটে নিন। এতে দিন পরিমাণমতো নুন ও অল্প চিনি।
advertisement
6/8
এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে, রসুন ও শুকনো লঙ্কা ভেজে নিন। চাইলে পেঁয়াজও দিতে পারেন।
advertisement
7/8
এবার কড়াইয়ে দিন লাউ বাটা। মেশান হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা। ভাল করে নাড়াচাড়া করে নিন।
advertisement
8/8
লাউয়ের ভর্তা তৈরি। কড়াইয়ে থেকে নামিয়ে পাত্রে রাখুন। এবার সামান‍্য কাঁচা সর্ষের তেল ভর্তার উপরে ছড়িয়ে দিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of bottle gourd: দ্বিগুণ হবে পুরুষদের যৌন 'শক্তি'! মেয়েদের হুড়মুড়িয়ে কমবে ওজন! শুধু লাউ খেতে হবে 'এইভাবে'! চটজলদি মিলবে রেজাল্ট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল