Bolpur Santiniketan Tourist Places: শান্তিনিকেতন ঘুরতে এসেও অনেকে মিস করেন 'এই' ৫ বাড়ি! যেসব জায়গায় গেলে খুঁজে পাওয়া যায় রবি ঠাকুরকে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বোলপুর শান্তিনিকেতন একাধিকবার গেছেন। ভ্রমণপিপাসু বাঙালিরা হাতে একদিনের ছুটি পেলেই পৌঁছে যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন।
advertisement
1/5

বোলপুর শান্তিনিকেতন একাধিকবার গেছেন। ভ্রমণপিপাসু বাঙালিরা হাতে একদিনের ছুটি পেলেই পৌঁছে যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে একাধিক দেখার জায়গা রয়েছে যেমন কোপাই নদী, কঙ্কালীতলা মন্দির সোনাঝুরির হাট, এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক ঐতিহ্যবাহী জায়গা। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
তবে আপনি কী জানেন বোলপুর শান্তিনিকেতনের মধ্যেই রয়েছে ঠাকুরের আশ্রম! বোলপুরের ঠাকুরের আশ্রম বলতে মূলত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানকে বোঝানো হয়। এখানকার মূল আকর্ষণগুলির মধ্যে রয়েছে 'উত্তরায়ণ কমপ্লেক্স', যেখানে উদয়ন, কোনারক, পুনশ্চ, উদীচী ও শ্যামলি-এর মতো বিখ্যাত ভবনগুলি অবস্থিত, যা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত।
advertisement
3/5
শান্তিনিকেতনই হল রবীন্দ্রনাথের এই আশ্রম, যেখানে তিনি তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনকে আরও বিকশিত করে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৬৩ সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন এবং পরে তাঁর পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
advertisement
4/5
তবে কী রয়েছে এই জায়গায়! এই স্থানটি বিভিন্ন রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংরক্ষণ করেছে। এটি তাঁর সাহিত্যকর্ম এবং তাঁর প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করেছে। এগুলি ছাড়াও, এই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ পুরষ্কার এবং প্রশংসা রয়েছে। এই স্থানটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি বিশদ ধারণা প্রদান করে এবং তাঁর জীবন সম্পর্কিত বিভিন্ন ধরণের তথ্য প্রদান করে।
advertisement
5/5
এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি এখানে পৌঁছাবেন কীভাবে এবং এই স্থানটি কোথায় অবস্থিত রয়েছে? আপনি খুব অনায়াসেই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে সেখান থেকে সোজা পৌঁছে যেতে পারেন এই আশ্রমে। আপনি স্টেশনে নেমে যে কোনও টোটোতে চড়ে বলুন শান্তিনিকেতন সাব পোস্ট অফিসের কাছে যাব। তাহলে সেখানে নেমে আপনি মাত্র কিছু টাকার বিনিময়ে এই আশ্রম ভ্রমণ করে নিতে পারবেন। তাই এবার বোলপুর শান্তিনিকেতন গেলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bolpur Santiniketan Tourist Places: শান্তিনিকেতন ঘুরতে এসেও অনেকে মিস করেন 'এই' ৫ বাড়ি! যেসব জায়গায় গেলে খুঁজে পাওয়া যায় রবি ঠাকুরকে