TRENDING:

Boiled Egg vs Omelette: ডিমসিদ্ধ নাকি অমলেট-কোনটা বেশি উপকারী? জানুন পুষ্টিবিদের মত

Last Updated:
Boiled Egg vs Omelette: ডিমসিদ্ধ নাকি অমলেট-কোনটায় বেশি পুষ্টি? জানুন ডায়েটিশিয়ানের মত
advertisement
1/8
ডিমসিদ্ধ নাকি অমলেট-কোনটা বেশি উপকারী? জানুন পুষ্টিবিদের মত
স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পেতে ডিম জুড়িহীন। সারা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয় ডিম। চটজলদি সুস্বাদু রান্না হয়, তাই অতিথি আপ্যায়নেও পছন্দের শীর্ষে ডিম।
advertisement
2/8
নানা পদ রান্না করা গেলেও ডিমসিদ্ধ আর ডিমের অমলেটই বহুল প্রচলিত খাবার। জানেন কি ডিমসিদ্ধ ও অমলেটের মধ্যে কোনটা বেশি পুষ্টিকর। সে বিষয়ে বলেছেন পুষ্টিবিদ নমামি আগরওয়াল।
advertisement
3/8
সিদ্ধ ডিমে ক্যালরির পরিমাণ ৭৮। রয়েছে সামঞ্জস্যপূর্ণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেল। ভিটামিন বি-১২, ডি, রাইবোফ্ল্যাভিন যোগায় কর্মশক্তি। সুস্থ রাখে হাড়ের স্বাস্থ্য। বজায় থাকে মস্তিষ্কের ক্ষীপ্রতা।
advertisement
4/8
অমলেট তুলনামূলকভাবে বৈচিত্রপূর্ণ পদ্ধতিতে রান্না করা যায়। তবে অতিরিক্ত তেল, মাখন বা চিজ যোগ করলে অমলেটের পুষ্টিগুণ নষ্ট হতে পারে। আবার সব্জি যোগ করলে বাড়তে পারে এর খাদ্যগুণ।
advertisement
5/8
নিখাদ বা নির্ভেজাল পুষ্টিমূল্যের দিক থেকে ডিমসিদ্ধ অতুলনীয়। কারণ এতে বাড়তি স্নেহজাতীয় পদার্থ যোগ হয় না। সিদ্ধ করার পদ্ধতি ধরে রাখে ডিমের পুষ্টিগুণ।
advertisement
6/8
অমলেটে নানা উপকরণ যোগ হয়। তাই ডিমসিদ্ধর তুলনায় প্রোটিন ও পুষ্টিগুণ বেশি। কিন্তু হাই ক্যালরি ফিলিং-এর জন্য ক্যালরি ও স্যাচিওরেটেড ফ্যাটও বাড়তে পারে অমলেটে।
advertisement
7/8
যেভাবেই খাওয়া হোক না কেন, ডিম সবসময়ই পাওয়ার হাউস। রান্না এবং খাওয়ার পদ্ধতির উপর নির্ভর করছে সিদ্ধ ডিম না অমলেট কোনটা বেশি পুষ্টিকর হবে।
advertisement
8/8
অতিরিক্ত তেল থাকলে অমলেট তার পুষ্টিগুণ হারাবে। আবার নামমাত্র তেলে ভাজা অমলেট, সিদ্ধ মরশুমি সবজির সঙ্গে অনন্য পুষ্টির ভাণ্ডার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Boiled Egg vs Omelette: ডিমসিদ্ধ নাকি অমলেট-কোনটা বেশি উপকারী? জানুন পুষ্টিবিদের মত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল