Male Hygiene: ব্যথায় নীলচে হয়ে যায় অণ্ডকোষ, অর্গ্যাজম বা স্বমেহনেই মুক্তি ‘ব্লু বলস’ থেকে?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle : বিশেষজ্ঞ সারাংশ জৈন জানাচ্ছেন, কার্যত এই ‘নীল বল’ হল অণ্ডকোষ বা টেস্টিকলের যন্ত্রণা
advertisement
1/8

পরিচিত নাম ‘ব্লু বলস’৷ এর আড়ালে লুকিয়ে আছে এমন এক অসুখ যার শিকার হন পুরুষরা ৷ বিশেষজ্ঞ সারাংশ জৈন জানাচ্ছেন, কার্যত এই ‘নীল বল’ হল অণ্ডকোষ বা টেস্টিকলের যন্ত্রণা ৷ কারণ শরীরের এই অংশে রক্ত সংবহন বাধাপ্রাপ্ত হলে অস্বস্তি হয়৷ এবং অণ্ডকোষে নীলচে আভা চলে আসে ৷
advertisement
2/8
পোশাকি নাম ছাড়াও এই সমস্যার একটি গালভরা নামও আছে ৷ চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ‘এপিডিডাইমাল হাইপারটেনশন ৷’ সাধারণত যখন দীর্ঘ ক্ষণ লিঙ্গোত্থানের পরও অর্গ্যাজম আসে না, তখন এই সমস্যা দেখা দেয় ৷
advertisement
3/8
অল্পবয়সিদের মধ্যে এই সমস্যা অনেক বেশি দেখা যায় ৷ অস্বস্তির কারণ হলেও এর পিছনে উদ্বেগের কিছু নেই ৷ এই অস্বস্তিকর পরিস্থিতির পিছনে একাধিক কারণ আছে ৷
advertisement
4/8
যখন লিঙ্গোত্থান বা সেক্সুয়াল ইরেকশন হয়, তখন লিঙ্গ ও অণ্ডকোষ বা পেনিস ও টেস্টিকলে রক্ত প্রবাহ বেড়ে যায় ৷ অর্গ্যাজমের পর লিঙ্গ আবার আগের অবস্থায় ফিরে আসে৷ যখন দীর্ঘ সময় ধরে লিঙ্গোত্থানের পরও অর্গ্যাজম হয় না, তখনই দেখা দেয় ‘ব্লু বলস’৷
advertisement
5/8
যৌন সম্পর্কের সময় অর্গ্যাজম অধরা হলে বা বীর্যপাত করা না গেলে এই সমস্যা দেখা দেয়৷ সাধারণত কয়েক মিনিট ধরে যন্ত্রণা থাকে৷ বিরল কিছু ক্ষেত্রে ব্যথা স্থায়ী হতে পারে কয়েক ঘণ্টা ধরেও ৷
advertisement
6/8
এই সমস্যা থেকে মুক্তির প্রধান পথ হল অর্গ্যাজম ৷ এর ফলে টেস্টিক্যুলার পেইন থেকে রেহাই পাওয়া যাবে ৷ যদি যৌন সম্পর্কে লিপ্ত হওয়া সম্ভব না হয়, তাহলে স্বমেহনেও প্রতিকার হতে পারে ৷
advertisement
7/8
শরীরচর্চা কার্যকর হবে এই সমস্যা রোধে ৷ সেক্সুয়াল ডিসফাংশন রোধে নিজের আকর্ষণের মুখও ঘুরিয়ে দিতে হবে অন্যদিকে ৷ লিঙ্গোত্থান থেকে মনোনিবেশ অন্য কোনও বিষয়ে হলে পেনিস দ্রুত আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ৷
advertisement
8/8
ঠান্ডা জলে স্নান বা উষ্ণ সেঁক দেওয়াও এই সমস্যার ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে অন্যতম ৷ কৈশোরে সেক্সুয়াল ফ্রাস্টেশন থেকে স্বল্প সময়ের জন্য এই উপসর্গ দেখা দিতেই পারে ৷ তা নিয়ে উদ্বেগের কিছু নেই ৷ কিন্তু যদি এই সমস্যা ঘন ঘন ফিরে আসে এবং দীর্ঘস্থায়ী হয় অথবা যৌনতার কারণ ছাড়াই যদি এই উপসর্গ দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Male Hygiene: ব্যথায় নীলচে হয়ে যায় অণ্ডকোষ, অর্গ্যাজম বা স্বমেহনেই মুক্তি ‘ব্লু বলস’ থেকে?