Bird Watching Near Kolkata: কলকাতার কাছে এই সব জায়গায় এসে গেছে ওরা! কোথায় মিলবে পরিযায়ী পাখির দেখা? জানুন...
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Bird Watching Near Kolkata: শীতকালে অনেক পরিযায়ী পাখিরা আসে আমাদের দেশে। যার মধ্যে বাদ যায়না আমাদের রাজ্যও। জানুন কলকাতার আশেপাশে বিভিন্ন পাখি দেখার আদর্শ জায়গা।
advertisement
1/6

শীতকালে অনেক পরিযায়ী পাখিরা আসে আমাদের দেশে। যার মধ্যে বাদ যায়না আমাদের রাজ্যও। জানুন কলকাতার আশেপাশে বিভিন্ন পাখি দেখার আদর্শ জায়গা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
চুপির চর: পূর্ব বর্ধমান এলাকার পূর্বস্থলী স্টেশনে রয়েছে এই জায়গা। হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে পূর্বস্থলী নেমে যাওয়া যায় এখানে। অজস্র পরিযায়ী এবং দেশীয় পাখির দেখা মেলে এই সময় এই জায়গাতে।
advertisement
3/6
পিয়ালি: মাতলার বুকে পিয়ালির মিশে যাওয়া, ম্যানগ্রোভ, প্রজাপতির ওড়াউড়ি দেখতে চাইলে বেরিয়ে পড়তেই পারেন পিয়ালি দ্বীপের উদ্দেশ্যে। অনেকে একে সুন্দরবনের প্রবেশদ্বারও বলেন। পিয়ালির বুকে শীতে ভেসে বেড়ায় পরিযায়ী পাখির দল।
advertisement
4/6
সাঁতরাগাছির ঝিল: বছরভরই এখানে পাখির আনাগোনা থাকে। তবে শীতের অতিথি হয়ে আসে পরিযায়ীরা। হুইসলিং বার্ড, গাডওয়াল এবং নর্দান পিন্টেল, টাফটেড ডাক-এর মতো ভিন্দেশি পাখিদের দেখার সুযোগ হল শীতের মরসুম।
advertisement
5/6
নয়াচর: নদিয়া এবং পূর্ব বর্ধমানের সীমানা এলাকায় গঙ্গার বুকে তৈরি হয়েছে নয়াচর। শুধু পাখি নয়, এখানে দেখা মেলে গাঙ্গেয় ডলফিনের। শীত এলেই উড়ে আসে পরিযায়ীর দল। নদীর বুকে ভেসে, চরে হেঁটে পাখি দেখতে চাইলে আপনার গন্তব্য হতে পারে নয়াচর।
advertisement
6/6
তাহলে আর দেরি কিসের। আজই নিজের ফোন কিংবা ক্যামেরা নিয়ে ঘুরে আসুন এই সমস্ত জায়গা গুলিতে। এবং ফ্রেমবন্দি করে আনুন বিভিন্ন পরিযায়ী পাখির।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bird Watching Near Kolkata: কলকাতার কাছে এই সব জায়গায় এসে গেছে ওরা! কোথায় মিলবে পরিযায়ী পাখির দেখা? জানুন...