Fruit Cake Recipe: বড়দিনে সাইপ্রাইজ দিন প্রিয়জনকে, ডিম ছাড়াই বানিয়ে নিন নরম তুলতুলে ফ্রুট কেক, রইল রেসিপি
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Fruit Cake Recipe: বড়দিনে একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে খুব সহজেই সুস্বাদু ফ্রুট কেক বানিয়ে সবাইকে চমকে দিন।
advertisement
1/6

বেকারি বা কেক তৈরির বিশেষ অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া সহজলভ্য উপকরণ ব্যবহার করে বাড়িতেই তৈরি করা যায় সুস্বাদু নিরামিষ ফ্রুট কেক। ডিম ছাড়াই কীভাবে নরম ও মুখরোচক ফ্রুট কেক বানানো সম্ভব, তারই সহজ পদ্ধতি জানালেন 'লাভ বাইট কেক ওয়ার্ল্ড'-এর কর্ণধার নয়ন মণ্ডল।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/6
কেক তৈরির ক্ষেত্রে উপকরণকে মূলত দু'ই ভাগে ভাগ করা হয়, ড্রাই ইনগ্রেডিয়েন্টস এবং ওয়েট ইনগ্রেডিয়েন্টস।ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রয়েছে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও গুঁড়ো দুধ।ওয়েট ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হয় সানফ্লাওয়ার অয়েল, গুঁড়ো চিনি, বাটার মিল্ক ও ভ্যানিলা এসেন্স।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/6
এক কাপ ময়দার সঙ্গে এক চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা এবং ২-৩ চামচ গুঁড়ো দুধ ভালভাবে মিশিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে। এই ধাপ কেককে হালকা ও নরম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/6
একই কাপ মাপে ১/৪ কাপ সানফ্লাওয়ার অয়েল ও ১/২ কাপ গুঁড়ো চিনি ভালভাবে ফেটিয়ে নিতে হবে।এরপর এক কাপ দুধের সঙ্গে এক চামচ ভিনিগার মিশিয়ে ৫-৭ মিনিট রেখে তৈরি করতে হবে বাটার মিল্ক। এই বাটার মিল্ক ধীরে ধীরে তেল-চিনির মিশ্রণে যোগ করে মেশাতে হবে। তারপর শুকনো উপকরণ অল্প অল্প করে মিশিয়ে মাঝারি ঘন ব্যাটার তৈরি করতে হবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/6
ব্যাটারে ১০-১৫ ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং পছন্দমতো কাজু, কিসমিস, আমন্ড, চেরি কিংবা অন্যান্য ড্রাই ফ্রুটস ও নাটস মেশাতে হবে। কেকের পাত্রে চারিদিকে সানফ্লাওয়ার অয়েল ব্রাশ করে শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে, যাতে বেক হওয়ার পর কেক সহজে বের করা যায়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
6/6
মাইক্রোওয়েভ ওভেন বা OTG থাকলে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৪৫ মিনিট বেক করতে হবে। ওভেন ব্যবহারের আগে অন্তত ৫-৭ মিনিট প্রি-হিট করা আবশ্যক। ওভেন না থাকলে গ্যাসে বড় পাত্রের ভিতরে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে একই সময় বেক করা যায়। নয়ন মণ্ডলের কথায়, সঠিক অনুপাতে ড্রাই ও ওয়েট ইনগ্রেডিয়েন্টস মেশানোই নিখুঁত, নরম ও সুস্বাদু নিরামিষ ফ্রুট কেক তৈরির আসল চাবিকাঠি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fruit Cake Recipe: বড়দিনে সাইপ্রাইজ দিন প্রিয়জনকে, ডিম ছাড়াই বানিয়ে নিন নরম তুলতুলে ফ্রুট কেক, রইল রেসিপি