Bhumi Pednekar: অবিশ্বাস্য! ৩৫ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন ভূমি, কীভাবে? রহস্য জানেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Bhumi Pednekar: ভূমি বলেন, তিনি প্রশিক্ষণ নিতে ভালবাসেন এবং যখনই তাঁর পক্ষে সম্ভব হয় তিনি হাঁটেন।
advertisement
1/11

তাঁর ব্যাপারটাও ওই ছিল রুমাল, হয়ে গেল বিড়ালের মতো৷ দম লাগাকে হ্যায়সাতে তিনি ছিলেন স্থূলকায়৷ তাঁর চরিত্রের গল্পও ছিল সেই নিয়েই৷ সম্প্রতি মুক্তি পেয়েছে বধাই দো ছবিটি। রাজকুমার রাওয়ের সঙ্গে ভূমি পেডনেকরের (Bhumi Pednekar) এই ছবি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথম আর এখনও পর্যন্ত শেষ ছবি দেখলে কে বলবে দুটো একই মানুষ৷
advertisement
2/11
ভূমি পেডনেকার ২০১৫ সালে দম লাগা কে হাইসা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যার জন্য তাকে প্রায় ৩০ কেজি ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। বলাই বাহুল্য, অভিনেত্রী তাঁর চরিত্র এবং সামগ্রিক চেহারায় ছিলেন আশ্চর্যজনক। কিন্তু, ২০১৭ সালে ভূমি আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছিলেন৷ প্রথম সিনেমার পর ৩৫ কেজি ওজন কমিয়েও ফেলেছিলেন তিনি। বারবার অভিনেত্রী স্বাস্থ্যকর জীবনযাপন এবং পরিষ্কার খাওয়ার পক্ষে কথা বলেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাম্প্রতিক কথোপকথনে ভূমি তার স্বাস্থ্যকর ডায়েট এবং ফিটনেস রুটিন সম্পর্কে কিছু জানালেন।
advertisement
3/11
তিনি কখনই নিজেকে কোনো একটি নির্দিষ্ট শারীরিক কার্যকলাপে সীমাবদ্ধ রাখেন না৷
advertisement
4/11
ভূমি বলেন, তিনি প্রশিক্ষণ নিতে ভালোবাসেন এবং যখনই তাঁর পক্ষে সম্ভব হয় তিনি হাঁটেন।
advertisement
5/11
শরীরচর্চাই তাঁর ফিটনেসের একমাত্র মন্ত্র। অন্তত পাঁচবার জিমে পৌঁছানো তাঁর চাইই।
advertisement
6/11
তিনি যে একসময় পৃথুলা ছিলেন কে বলবে দেখে। সেই ছবি দেখে এখন কেউ মেলাতে পারবে না।
advertisement
7/11
ভূমির বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী। ওরাল ক্যনসারে মৃত্যু হয় তাঁর। এর পর তাঁর মা সুমিত্রা সক্রিয় ভাবে অংশ নিয়েছিলেন তামাকবিরোধী প্রচারে।
advertisement
8/11
বরাবরই ভূমির নেশা ছিল সিনেমা। অভিনয়ের থেকেও তাঁকে বেশি আকর্ষণ করত ক্যামেরার পিছনে যাবতীয় কারিগরি ও কারসাজি।
advertisement
9/11
হুইসলিং উডস ইন্টারন্যাশনাল-এ ভাল লাগত না ভূমির! কম অ্যাটেন্ড্যান্সের জন্য নাম কাটা গেল ভূমির। বছর দেড়েকের মধ্যে তিনি যোগ দিলেন যশরাজ ফিল্ম স-এ।
advertisement
10/11
সহকারী পরিচালক হিসেবে ছ’বছর ভূমি কাজ করেছেন যশরাজ ফিল্ম স-এ। তাঁর দায়িত্ব ছিল ছবির জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই করা
advertisement
11/11
ছবির জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই করতে করতে ভূমি নিজেই এক দিন যশরাজ ফিল্ম স-এর ছবির নায়িকা হয়ে গিয়েছিলেন। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমির প্রথম ছবি ‘দম লগা কে হইশা’। তার পর আর পথচলা থামেনি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bhumi Pednekar: অবিশ্বাস্য! ৩৫ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন ভূমি, কীভাবে? রহস্য জানেন?