TRENDING:

Murshidabad Tourism: ইতিহাসের জীবন্ত দলিল, মুর্শিদাবাদের 'এই' জায়গা অপরূপ সুন্দর, পুজোর একদিন ঘুরে আসতে পারেন

Last Updated:
Murshidabad Tourism: মুর্শিদাবাদের ভাণ্ডারদহ বিল যেন ইতিহাসের এক প্রাচীন আয়না। আইন-ই-আকবরীতে যার উল্লেখ রয়েছে, আবার ব্রিটিশ গেজেটিয়ারও একে জেলার অন্যতম বৃহৎ মাছভাণ্ডার হিসেবে চিহ্নিত করেছে।
advertisement
1/7
ইতিহাসের জীবন্ত দলিল, মুর্শিদাবাদের 'এই' জায়গা অপরূপ সুন্দর, পুজোর একদিন ঘুরে আসতে পারেন
*মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের ভাণ্ডারদহ বিল যেন ইতিহাসের এক প্রাচীন আয়না। আইন-ই-আকবরীতে যার উল্লেখ রয়েছে, আবার ব্রিটিশ গেজেটিয়ারও একে জেলার অন্যতম বৃহৎ মাছভাণ্ডার হিসেবে চিহ্নিত করেছে।
advertisement
2/7
*ভাণ্ডারদহ বিল মুর্শিদাবাদের এক প্রাচীন জলাশয়, যার উল্লেখ আইন-ই-আকবরী-তে পাওয়া যায় এবং যা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। একসময় এটি ভাগীরথীর একটি শাখা নদী ছিল এবং মোগল আমলে এখানে বাঁধ তৈরি হওয়ায় এটি বিলে পরিণত হয়। ব্রিটিশ যুগে এটিকে একটি বড় মাছের ভাণ্ডার হিসেবে চিহ্নিত করা হয়। বিলে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক মিলন ও উৎসব অনুষ্ঠিত হয়।
advertisement
3/7
*মুর্শিদাবাদ জেলার নদী ব্যবস্থা মূলত গঙ্গা এবং তার উপনদী দ্বারা গঠিত, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভাগীরথী, জলঙ্গী এবং ভৈরব। ভৌগোলিকভাবে, জেলার বেশিরভাগ নদী গঙ্গার সাথে সংযুক্ত এবং তুষার গলন এবং বৃষ্টিপাত উভয়ের উপর নির্ভর করে।
advertisement
4/7
*ভাণ্ডারদহ বিল প্রাচীনকালে ভাগীরথী নদীর একটি শাখা ছিল বলে জানা যায়। এই প্রাচীন গ্রাম এবং বিলের উল্লেখ আইন-ই-আকবরী-তে পাওয়া যায়। মোগল আমলে ভাগীরথী নদী বরাবর বাঁধ নির্মাণের ফলে এই জলাটি বিচ্ছিন্ন হয়ে একটি বড় বিলে পরিণত হয়।
advertisement
5/7
*প্রবাদ আছে, শত শত বছর আগে এখানে দিয়ে ভাগীরথীর শাখা নদী বইত। মাঝখানে ছিল লাল তেকুঁড়ির বাঁধ। বর্ষায় বাঁধ ভেঙে গেলেও পলি জমে জমি হতো উর্বর, ফলে ধান-গমে ভরে যেত কৃষকের গোলা।
advertisement
6/7
*আরও শোনা যায়, একসময় বিলের মাঝে কুতঘাট ছিল—যেখানে নৌকার মাশুল দিতে হত। আজও এই বিল ঘিরেই মানুষের জীবন মৎস্যচাষ, পুজো, উৎসব, বিসর্জন আর নৌকা-বাইচে বিল ভরে ওঠে প্রাণচাঞ্চল্যে। মহিষমাড়ার শ্রীবিন্দুমাতা মন্দির আর দুর্গোৎসবের সময়কার জলভরা রঙিন দৃশ্য যেন গ্রামীণ ঐতিহ্যের চিরন্তন প্রতীক।
advertisement
7/7
*অষ্টাদশ শতকের বর্গি আক্রমণের সময় রাঢ় অঞ্চলের অনেক বিত্তশালী পরিবার ভাগীরথীর উচ্চভূমি সংলগ্ন এই অঞ্চলে বসতি স্থাপন করে, যা ভাণ্ডারদহ বিলের আশেপাশে মানব বসতির একটি কারণ ছিল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Murshidabad Tourism: ইতিহাসের জীবন্ত দলিল, মুর্শিদাবাদের 'এই' জায়গা অপরূপ সুন্দর, পুজোর একদিন ঘুরে আসতে পারেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল