Betel Nut: পানের সঙ্গে সুপারি খান? জানেন কি হচ্ছে আপনার শরীরে! চিকিৎসকের মত জানলে চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Betel Nut : পানের সঙ্গে সুপারি অনেকেই খান! কিন্তু আপনি কী জানেন এর কী কী গুণ আছে? বা ক্ষতিই বা কী? চিকিৎসক যা বলছেন তা শুনলে সত্যিই অবাক হবেন
advertisement
1/6

সুপুরি খান। পানের সঙ্গে খান। কিংবা এমনি সুপুরি চিবিয়ে খাওয়ার অভ্যাসও আছে অনেকের। কিন্তু সুপারি নিয়ে উপকারিতা জানালেন চিকিৎসক বীরেশ্বর বল্লভ
advertisement
2/6
ফলটির মধ্যে এমন কয়েকটি উপাদান রয়েছে, যেগুলি মুখের ঘা কমিয়ে দিতে পারে। শুকনো সুপুরি মুখে রাখলে, তা থেকে যে রস বেরোয়, সেটি এই কাজে লাগতে পারে। সুপুরি গুঁড়ো, দারচিনি গুঁড়ো একসঙ্গে নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। সেটি মুখের ঘায়ে লাগালে, উপশম হতে পারে।
advertisement
3/6
পেটে কৃমির সমস্যা হলে, নিয়মিত সুপুরি খেতে পারেন। এটির কিছু উপাদান কৃমি সাফ করতে কাজে লাগে। নিয়মিত সুপুরি খেলে তাই এই সমস্যা কম হয়। তবে শিশুদের এটি দেওয়া যাবে না। শুধুমাত্র বড় এই উপায়ে কৃমির সমস্যা কমাতে পারেন।
advertisement
4/6
চলন্ত গাড়িতে উঠলেই বা চলন্ত গাড়িতে উঠলেই বমি পায়? সুপুরি, হলুদ আর সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে খেলে এই সমস্যা কমে।
advertisement
5/6
ঠান্ডা লেগে অনেকেরই দাঁতের গোড়ায় ব্যথা হয়। বিশেষ করে শীতে এই সমস্যা খুব বড় আকার নেয়। গরমে আবার ঠান্ডা কিছু খেলেও এই সমস্যা হতে পারে। সুপুরি গুঁড়ো ওই ব্যথার জায়গায় চেপে রাখলে দাঁতের গোড়ার ব্যথা কমতে পারে।
advertisement
6/6
কৃমি বা অন্য কোনও সংক্রমণের কারণে অনেকেরই মলদ্বারে প্রদাহ হয়, চুলকায়। সেক্ষেত্রে সুপুরির গুঁড়ো মলদ্বারে লাগালে সমস্যা কমতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Betel Nut: পানের সঙ্গে সুপারি খান? জানেন কি হচ্ছে আপনার শরীরে! চিকিৎসকের মত জানলে চমকে যাবেন