Life hack: মশা হোক বা পোকামাকড়! ২ মিনিটের মধ্যে কমে যাবে জ্বালা, চুলকুনি, ঘরেই রয়েছে ৫ অস্ত্র
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় মশার কাম়ড় থেকে চুলকানির সমস্যাও হতে থাকে। বাড়ির কাছে ঝোপঝাড় থাকলে পোকা মাকড়ের কামড়, কেন্নোর থেকেও হতে পারে চুলকানির সমস্যা। এর থেকে রেহাই পেতে মেনে চলুন এই নিয়ম।
advertisement
1/6

শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় মশার কাম়ড় থেকে চুলকানির সমস্যাও হতে থাকে। বাড়ির কাছে ঝোপঝাড় থাকলে পোকা মাকড়ের কামড়, কেন্নোর থেকেও হতে পারে চুলকানির সমস্যা। এর থেকে রেহাই পেতে মেনে চলুন এই নিয়ম।
advertisement
2/6
বাড়িতে সব সময় রাখুন কলা। যখনই মশা বা পোকার কামড় থেকে লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা বা চুলকানির সমস্যা হবে, ক্ষতের ওপর কলার খোসা ঘষতে থাকুন। এক-দু’ মিনিটের মধ্যেই চুলকানি কমে যাবে। কয়েক ঘণ্টার মধ্যে ফোলাও ধীরে ধীরে কমে আসবে।
advertisement
3/6
আয়ুর্বেদ বিশেষজ্ঞ কণিকা দাম বলেন, তুলসি পাতায় ‘ইউজেনল’ নামক একটি যৌগ থাকে যা প্রদাহ কমায় এবং জ্বালা থেকে মুক্তি দেয়। এক কাপ জলে কয়েকটি তুলসি পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে এক টুকরো তুলো তরলে ডুবিয়ে কামড়ের স্থানের উপর আলতো করে ঘষুন।
advertisement
4/6
ফোলাভাব কমাতে আক্রান্ত স্থানে বরফ লাগাতে পারেন। বরফ ত্বককে অসাড় করে দেয়, যা ব্যথা এবং জ্বালা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে পারে। ব্যবহার করতে পারেন ‘কোল্ড প্যাক’ও। কোল্ড প্যাক না থাকলে, এক টুকরো কাপড়ে কিছু চূর্ণ বরফ রেখে আক্রান্ত স্থানে লাগাতে পারেন।
advertisement
5/6
অনেকেই এখন বাড়িতে এই গাছ লাগান। অ্যালো ভেরার জেলে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা ক্ষত এবং ফোলা নিরাময়ে সাহায্য করে। শুধু মশা নয়, অন্য পোকার কামড়ের জন্যও এক টুকরো অ্যালো ভেরা সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন।
advertisement
6/6
মধু প্রদাহনাশক এবং ব্যাক্টেরিয়ানাশক গুণে ভরপুর। মধু বিভিন্ন ধরণের ত্বকের সমস্যার চিকিৎসার জন্য খুবই কার্যকর। মশার কামড়ের জন্যও ব্যবহার করা যেতে পারে মধু। প্রদাহ কমাতে চুলকানির উপর অল্প পরিমাণ মধু লাগান। কিছু ক্ষণ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Life hack: মশা হোক বা পোকামাকড়! ২ মিনিটের মধ্যে কমে যাবে জ্বালা, চুলকুনি, ঘরেই রয়েছে ৫ অস্ত্র