TRENDING:

Healthy Breakfast Recipe for Kids: ছেলে-মেয়েকে খাওয়ান 'এই' পুষ্টির ভাণ্ডার, 'টেস্টি ব্রেকফাস্ট'-এ মন ভরবে সন্তানের, বানানো ততটাই সহজ, রইল রেসিপি

Last Updated:
ব্রেকফাস্টে সাধারণ, স্বাস্থ্যকর ও হালকা খাবার খাওয়াতে চান, তাহলে চট জলদি বানিয়ে ফেলুন এটা....
advertisement
1/7
সন্তানকে খাওয়ান 'এই' পুষ্টির ভাণ্ডার,'টেস্টি ব্রেকফাস্ট'-এ মন ভরবে,রইল রেসিপি
সন্তানের খাওয়া নিয়ে খুব চিন্তা? কী খাওয়াবেন বুঝে উঠে পারেন না? এমন খাবার যা পেটও ভরবে আর পুষ্টিও থাকবে, তা আপনার হাতের মধ্যে৷ রেসিপিও থাকল৷
advertisement
2/7
ব্রেকফাস্টে সাধারণ, স্বাস্থ্যকর ও হালকা খাবার খেতে চান। তাহলে ট্রাই করতে পারেন সবজি বেসনের চিলা। এই সম্বন্ধে খোঁজ খবর দিয়েছেন পুষ্টিবিদ অরবিন্দা স্ব।
advertisement
3/7
এই চিলা বানাতে গেলে লাগবে গাজর ১টি, (ছোট), পেঁয়াজ কুচি ১টি (ছোট), বেসন ও গোলমরিচ, জোয়ান ও নুন।
advertisement
4/7
প্রথমে একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। উপকরণগুলিকে ধোসার মত থকথকে বাটারের মত তৈরি করতে হবে।
advertisement
5/7
বাটারের মত তৈরি হয়ে গেলে তাওয়ায় অলিভ অয়েল ব্রাশ করতে হবে। পরে হাতায় করে মিশ্রণ ছড়িয়ে চিলা বানিয়ে নিতে হবে।
advertisement
6/7
চিলা একটি প্রোটিন ও কার্বহাইড্রেট সমৃদ্ধ উপাদান। এছাড়াও এতে আয়রন থাকায় রক্তকণিকা বৃদ্ধিতে সহায়তা করে‌।
advertisement
7/7
তাহলে আর দেরী কিসের, বাড়িতেই বানিয়ে ফেলুন এই চিলা। যা খেতে খুবই সুন্দর ও সুস্বাদু হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Breakfast Recipe for Kids: ছেলে-মেয়েকে খাওয়ান 'এই' পুষ্টির ভাণ্ডার, 'টেস্টি ব্রেকফাস্ট'-এ মন ভরবে সন্তানের, বানানো ততটাই সহজ, রইল রেসিপি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল