TRENDING:

Interesting Fact about Bengali Proverb: শত্রুতা থাকলেই কেন বলি ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক? কীভাবে এই প্রবাদের জন্ম, জানুন

Last Updated:
Interesting Fact about Bengali Proverb: শত্রুতা বা বৈরিতা থাকলে বা মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেলে আমরা কথায় কথায় বলি ‘আদায় কাঁচকলায়’৷ কিন্তু কেন এই প্রবচনের জন্ম হল?
advertisement
1/9
শত্রুতা থাকলেই কেন বলি ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক? কীভাবে এই প্রবাদের জন্ম, জানুন
কোনও সম্পর্কে শত্রুতা বা বৈরিতা থাকলে বা মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেলে আমরা কথায় কথায় বলি ‘আদায় কাঁচকলায়’৷ কিন্তু কেন এই প্রবচনের জন্ম হল?
advertisement
2/9
এই প্রবচনের সঙ্গে জড়িতে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র৷ আয়ুর্বেদ অনুসারে আদা এবং কাঁচকলার গুণ সম্পূর্ণ বিপরীত৷ ( ছবি : সোশ্যাল মিডিয়া)
advertisement
3/9
আয়ুর্বেদ অনুযায়ী আদার বৈশিষ্ট্য হল রেচন৷ অর্থাৎ আদা খেলে পেট পরিষ্কার অথবা কোষ্ঠ সাফ হয়৷
advertisement
4/9
অন্যদিকে কাঁচকলার গুণ হল পাচন৷ অর্থাৎ কাঁচকলা খেলে খাবার ভাল পরিপাক হয়৷ তাই পেটের গণ্ডগোল ঠিক করতে খেতে বলা হয় কাঁচকলা৷
advertisement
5/9
খাদ্যগুণের বৈপরীত্যের পাশাপাশি রান্নাতেও আছে উল্টোভাব৷ দক্ষ রাঁধুনিদের অভিজ্ঞতা, কাঁচাকলা রান্নার সময় আদাবাটা দিলে সিদ্ধ হতে চায় না৷
advertisement
6/9
আবার অনেকে বলেন, কাঁচাকলায় আদা দিলে তার স্বাদ তিতকুটে হয়৷ এই একাধিক বৈপরীত্য মিলিয়ে বৈরিতাকে বলা হয় আদায় কাঁচকলায় সম্পর্ক৷ ( ছবি : সোশ্যাল মিডিয়া)
advertisement
7/9
তবে ব্যতিক্রমও আছে৷ শুক্তোর প্রধান উপকরণ আদাবাটা এবং কাঁচকলা৷ এক্ষেত্রে শুক্তোর স্বাদ এমনিতেই তিক্ত৷ তাই দুই তিক্ততায় কাটাকুটি হয়ে যায়৷ কাঁচকলার কোফতাতেও আদাবাটা দেওয়া হয়৷
advertisement
8/9
এই সামান্য ব্যতিক্রম ছাড়া সামগ্রিক ভাবে আদা ও কাঁচকলার বিশেষ মুখ দেখাদেখি নেই রান্নার কড়াইয়ে৷ তাই সম্পর্কে মুখ দেখাদেখি না থাকলেও সেটা ‘আদায় কাঁচকলায়’৷ (ছবি : সোশ্যাল মিডিয়া)
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Interesting Fact about Bengali Proverb: শত্রুতা থাকলেই কেন বলি ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক? কীভাবে এই প্রবাদের জন্ম, জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল