TRENDING:

Bengal Tourism: এই বাংলায় রয়েছে 'এক টুকরো গোয়া'! চট করে ঘুরে আসুন, বেশি খরচ হবে না, হবে ফুল 'fun'!

Last Updated:
সমতলে গরম পড়তেই পাহাড়ি ঝর্ণায় গোয়ার ভাইবস নিতে ঝরনার জলে গা চুবিয়ে গানের তালে চুটিয়ে আনন্দ পর্যটকদের!
advertisement
1/5
এই বাংলায় রয়েছে 'এক টুকরো গোয়া'! চট করে ঘুরে আসুন, বেশি খরচ হবে না, হবে ফুল 'fun'!
বর্তমানে শহরের তীব্র গরম থেকে রেহাই পেতে সকলেই পাড়ি দিচ্ছে পাহাড়ে। সেই অর্থেই পাহাড়ি নদী কিংবা পাহাড়ি ঝর্ণার ধারে পর্যটকদের ভিড় বাড়ছে। পাহাড় মানেই পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা সেই অর্থে হাতে একটু সময় পেলেই পাহাড় প্রেমী সকলেই ছুটে চলে আসে পাহাড়ে, কারণ পাহাড়ের এই শান্ত শীতল পরিবেশে নিরিবিলিতে কিছুটা সময় কাটাবে বলে। আর সেই ঝর্ণায় যদি গা ডুবিয়ে প্রকৃতির মাঝে স্নানের মজা নেওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। (সুজয় ঘোষ)
advertisement
2/5
বর্তমানে পাহাড়ের বুক চিরে বয়ে আসা এই পাহাড়ি ঝরনায় দূরদূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকেরা এতে এই হাসি ফিরছে দার্জিলিং যাওয়ার পথে রোহিণীর রত্নাডাঙ এলাকার যুবক যুবতীদের। প্রতিনিয়ত পর্যটকদের ভিড়ে জমজমাট এই জায়গা। কেউ রিলস কেউ আর সেলফি নানাভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে এবং এই পাহাড়ি ঝরনার ঠান্ডা জলে পা চুবিয়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে পর্যটকেরা।
advertisement
3/5
বর্তমানে দার্জিলিং এর রোহিনীর রত্নাডাঙ এলাকায় এই ঝর্ণা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই ঝর্ণার নাম দিয়েছে লিওপার্ড ঝর্ণা।প্রতিনিয়ত এই এই পাহাড়ী ঝর্না দেখতে ভিড় বাড়ছে পর্যটকদের এরফলে আয়ও বাড়ছে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই লিওপার্ড ঝর্ণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পাহাড়ের  কোল দিয়ে হাইকিং এর রাস্তা। বর্তমানে হাইকিং এর রাজধানীর শিরোপা পেয়েছে দার্জিলিং  সেই অর্থেই এই ঝর্ণা নতুন করে বেকার যুবক-যুবতীদের আয়ের দিশা দেখাবে। এই ঝর্ণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আশেপাশে করে উঠেছে বেশ কিছু ছোট ছোট দোকান।
advertisement
4/5
চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে ঘুরতে আসা এক পর্যটক অখিলেশ প্রতাপ বলেন পাহাড়ের বুকে এই ঝর্ণা সত্যিই অসাধারণ এখানে স্নান করে  নিমিষেই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল, সবথেকে ভালো জিনিস এই জায়গাটিকে প্লাস্টিক ফ্রী জোন করা হয়েছে সেই অর্থে নিজের ব্যবহৃত প্লাস্টিকের জিনিস স্নান শেষে নিজের হাতে নিয়েই নির্দিষ্ট জায়গায় এটিকে ফেলতে হবে। প্রকৃতিকে বাঁচাতে এই এলাকার যুবক-যুবতীদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
advertisement
5/5
শহরের কোলাহল যানজট ছেড়ে নিরিবিলিতে প্রকৃতির মাঝে এই শান্ত শীতল পরিবেশে পাহাড়ি ঝর্ণায় কিছুটা সময় কাটালে নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। বর্তমানে শহরের নাজেহাল গরম থেকে স্বস্তি পেতে ভিড় বাড়ছে রোহিনীর রত্নাডাঙ এলাকার লিওপার্ড ঝর্ণার ধারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bengal Tourism: এই বাংলায় রয়েছে 'এক টুকরো গোয়া'! চট করে ঘুরে আসুন, বেশি খরচ হবে না, হবে ফুল 'fun'!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল