Health Tips: কিডনিতে পাথর? পাতে রাখুন খুব চেনা এই শাক! চোখ রাখে ভাল, সারিয়ে তোলে ক্ষত
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Health Tips: পালং শাকে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের ভাণ্ডার। তাই এই শাককে ডায়েটে জায়গা করে দিলে যে অচিরেই স্বাস্থ্যের হাল ফিরবে।
advertisement
1/5

পালং শাকে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের ভাণ্ডার। তাই এই শাককে ডায়েটে জায়গা করে দিলে যে অচিরেই স্বাস্থ্যের হাল ফিরবে। এমন জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক আনন্দ মণ্ডল।
advertisement
2/5
তবে এই শাকের সমস্ত গুণ পেতে চাইলে মাঝে মধ্যে এর জুস করেও খেতে পারেন। তাহলেই স্বাস্থ্যের হাল-হকিকত বদলে যাবে। এমনকী এড়িয়ে চলা যাবে একাধিক রোগের ফাঁদ।
advertisement
3/5
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বাইরের যে কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।সেই সঙ্গে শরীরকে সুস্থ রাখতেও দুর্দান্ত কাজ করে এই শাক।
advertisement
4/5
তবে উপকারের পাশাপাশি এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ও রয়েছে অতিরিক্ত পরিমাণে পালং শাক খেলে কিডনিতে পাথরের মতো স্বাস্থ্য সমস্যা হতে পারে। কারণএই শাক প্রস্রাবের ক্যালসিয়াম নিঃসরণ বাড়িয়ে দেয়।
advertisement
5/5
চোখের জ্যোতি বাড়ায় এবং মুখের লাবণ্য বৃদ্ধি করে। পোড়া ঘায়ে, ক্ষতস্থানে, ব্রণে বা কোথাও কালশিটে পড়লে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে ভাল উপকার পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: কিডনিতে পাথর? পাতে রাখুন খুব চেনা এই শাক! চোখ রাখে ভাল, সারিয়ে তোলে ক্ষত