Pui Saag Benefits: হুবহু পালংয়ের মতো দেখতে! রোগের যম এই শাক, কম খরচে পুষ্টির সম্ভার থাকুক পাতে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Pui Saag Benefits: পুঁইশাক এমন এক জিনিস, যা দিয়ে বাঙালির হেঁশেলে নানা ধরনের পদ তৈরি হয়। এটির পুষ্টিগুণও নেহাত কম নয়। আয়ুর্বেদ বৈদ্য এমএল মিশ্রর থেকে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
1/5

পুঁইশাক এমন এক জিনিস, যা দিয়ে বাঙালির হেঁশেলে নানা ধরনের পদ তৈরি হয়। এটির পুষ্টিগুণও নেহাত কম নয়। আয়ুর্বেদ বৈদ্য এমএল মিশ্রর থেকে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
2/5
চিকিৎসক দাবি করেছেন, পুঁই শাক খেলে ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। এটি ক্যানসারের ওষুধ হিসাবে কাজ করে। পুঁই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
advertisement
3/5
পুঁই শাক ভিটামিন সি সমৃদ্ধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বর্ষার দিনে সর্দি, কাশি এবং ফ্লুর মতো সমস্যাও এটি খেলে দূরে থাকে। এ ছাড়াও পুঁই শাক খাওয়া ত্বকের জন্য উপকারী।
advertisement
4/5
পুঁই শাককে অনেকটা পালং শাকের মতোই দেখতে। ভিটামিন সি সমৃদ্ধ এই সবজি খেলে শরীরে রক্ত চলাচলের উন্নতি ঘটে।
advertisement
5/5
শরীরকে সুস্থ রাখতে তাই পাতে পুঁই শাক রাখা যেতেই পারে। এটি খেতেও ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pui Saag Benefits: হুবহু পালংয়ের মতো দেখতে! রোগের যম এই শাক, কম খরচে পুষ্টির সম্ভার থাকুক পাতে