সুস্থ থাকতে রাস্তার দোকানে চা পান করুন মাটির ভাঁড়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Benefits of Kulhad: ‘চাতক’দের আড্ডায় তুফান ওঠে৷ আগে চায়ের দোকান মানেই ছিল মাটির ভাঁড়ে চা৷
advertisement
1/5

চা বিনা বাঙালি অচল৷ বঙ্গজীবন মানেই এক পা অন্তর চায়ের দোকান৷ সেখানে ‘চাতক’দের আড্ডায় তুফান ওঠে৷ আগে চায়ের দোকান মানেই ছিল মাটির ভাঁড়ে চা৷
advertisement
2/5
এখন প্লাস্টিকের যুগে সেদিন গিয়েছে৷ গরম চা ঢালা হয় প্লাস্টিক বা কাগজের পেয়ালায়৷ অনেকেই জানি না মাটির ভাঁড়ে চা পানের গুণাগুণ৷
advertisement
3/5
প্লাস্টিকের পেয়ালায় চা পান করলে অনেক সময়েই সংক্রমণের আশঙ্কা থাকে৷ মাটির ভাঁড় যদি পরিষ্কার হয়, তাহলে অনেকটাই সংক্রমণের আশঙ্কামুক্ত৷ কারণ এই ভাঁড় একবারই মাত্র ব্যবহার করা হয় এবং পরিবেশবান্ধব৷ তাই পরিবেশের ক্ষতি নিয়ে চিন্তার জায়গা নেই৷
advertisement
4/5
মাটির পাত্রে চা পান করলে গ্যাস, অম্বল, বদহজমের হাত থেকে রেহাই পাওয়া যায়৷ ফলে বদহজম সংক্রান্ত নানা সমস্যা দূরেই থাকে৷
advertisement
5/5
মাটির ভাঁড় রাসায়নিকমুক্ত৷ অন্যদিকে প্লাস্টিক বা কাগজের কাপে চা পান করলে কিছু না কিছু রাসায়নিক শরীরে প্রবেশ করার আশঙ্কা থাকেই৷ তাই ক্ষতিকর রাসায়নিক থেকে দূরে থাকুন মাটির ভাঁড়ের দৌলতে৷