TRENDING:

Bee Bites Treatment: বোলতার কামড়ে কি মৃত্যু হতে পারে? জানুন মাত্র কয়েক মিনিটে বিষ কাটানোর সহজ উপায়

Last Updated:
Bee Bites Treatment: বোলতার কামড়ে ঠিক সময়ে চিকিৎসা না করলে কিন্তু ভয়াবহ হতে পারে! জানুন সহজে বিষ কাটানোর উপায়
advertisement
1/6
বোলতার কামড়ে কি মৃত্যু হতে পারে? জানুন মাত্র কয়েক মিনিটে বিষ কাটানোর উপায়
মৌমাছি বা বোলতার হুলের খোঁচা খায়নি এমন ব্যক্তি কম আছে। অধিকাংশ ক্ষেত্রে এই হুল বিপজ্জনক না-হলেও অনেক ক্ষেত্রে মৌমাছির বিষ অত্যন্ত বিপজ্জনক। কয়েকটি ঘরোয়া উপায়ে মিলতে পারে সমাধান।
advertisement
2/6
মৌমাছি বা বোলতা হুল ফোটালে তা অত্যন্ত সাবধানে তুলে ফেলুন নইলে ত্বকের ভিতরে আটকে যেতে পারে। ধীরে ধীরে হুলের ওপরে এবং পাশে আঙুল বোলান, এরপর আচমকা ঠেলে ফেলে দিন।
advertisement
3/6
হুল ফোটানোর পর সেই স্থানে গরম লেগে জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। হুল ফোটানোর পর আক্রান্ত স্থানটিতে বরফ ঘষুণ। কিছুক্ষণ পর সেখানে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।
advertisement
4/6
মৌমাছি কামড়ের সমস্যায় ভাল উপকারী মধু। মধু বিষকে তরল করে দেয়। মধুতে উপস্থিত অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান সংক্রমণের ঝুঁকি কম করে। সামান্য মধু লাগিয়ে তা শুকোতে দিন। প্রয়োজনে হলুদ ও মধু এক সঙ্গে মিশিয়েও লাগানো যেতে পারে।
advertisement
5/6
মৌমাছি ও বোলতার তীব্র জ্বলন থেকে রক্ষা পেতে অত্যন্ত কার্যকরী উপাদান চন্দন ও হলুদ গুড়ো। চন্দন জ্বালা ভাব শান্ত করে, আবার হলুদ চুলকানো ও ফোলা ভাব কমায়।
advertisement
6/6
মৌমাছির কামড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র যন্ত্রণা। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। জ্বলুনি কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি। বোলতার কামড়ে সচরাচর মৃত্যু হয় না! তবে একাধিক বোলতা বা মৌমাছি যদি কামড়ায় সে ক্ষেত্রে বিষয়টা খুব চিন্তার! চিকিৎসা সময় মতো না হলে বিপদ বড় হতে পারে!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bee Bites Treatment: বোলতার কামড়ে কি মৃত্যু হতে পারে? জানুন মাত্র কয়েক মিনিটে বিষ কাটানোর সহজ উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল