TRENDING:

নুন জল এইভাবে ব্যবহার করুন, ত্বকের সব সমস্যা পালাবে

Last Updated:
advertisement
1/5
নুন জল এইভাবে ব্যবহার করুন, ত্বকের সব সমস্যা পালাবে
• দারুণ ত্বকের জন্য এখন আর কোনও নামী-দামি বিউটি প্রডাক্টস নয় ৷ দরকার শুধুমাত্র একটু নুন জলের ৷ আর তাতেই এবার হবে বাজিমাৎ ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
2/5
• অ্যাকনে: ১ কাপ জলের মধ্যে ১ টেবল চামচ নুন মেশান ভাল করে ৷ একটি কটন বল নিন ৷ নুন জলে ডুবিয়ে অ্যাকনেগুলোর উপর ধীরে ধীরে ওই জল লাগান ৷ শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এই রকম রোজ করতে পারলে অ্যাকনে কমে যাবে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/5
• ব্যথা: ১ বাথটব জলের মধ্যে ১ কাপ নুন মিশিয়ে দিন ৷ ইচ্ছে হলে সেই জলে কোনও সুগন্ধিও মিশিয়ে নিতে পারেন ৷ এবার সেই জলে স্নান করুন ৷ এর ফলে শরীর হাইড্রেট হবে ৷ ব্যথা -বেদনার উপশম হবে ৷ নুন জলে স্নান করলে শরীরে অনেক ব্যাকটেরিয়া মরে যায় ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/5
• মাউথ ওয়াশ: মুখের বাজে গন্ধ দূর হয় নুন জলে মুখ ধুলে ৷ গরম জলে নুন দিয়ে কুলকুচি করলে মুখের ব্যাকটেরিয়া মরে যায় ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/5
• সতেজ ত্বক: নুন দিয়ে হালকা করে সমস্ত শরীরে স্ক্রাব করুন ৷ এতে ত্বকের মরা কোশগুলি পড়ে যায় ৷ ত্বক আরও সতেজ, প্রাণবন্ত হয়ে ওঠে ৷ ছবি: পিক্স্যাবে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নুন জল এইভাবে ব্যবহার করুন, ত্বকের সব সমস্যা পালাবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল