Easy Skin Care Tips: বিছানায় যাওয়ার আগে মাত্র ‘২ মিনিট’! ছোট্ট কাজেই কামাল! বয়স থাকবে হাতের মুঠোয়, ত্বকের জেল্লা ফিরবেই
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Easy Skin Care Tips: ত্বকের যত্নের উপর নির্ভর করে ত্বকের উজ্জ্বলতা। শীতকালে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। ত্বক ফেটেও যায় বহু সময়। তবে, এই সব সমস্যা থেকে মুক্তি পেতে বরফের জুড়ি মেলা ভার।
advertisement
1/6

ত্বকের যত্নের উপর নির্ভর করে ত্বকের উজ্জ্বলতা। শীতকালে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। ত্বক ফেটেও যায় বহু সময়।
advertisement
2/6
তবে, এই সব সমস্যা থেকে মুক্তি পেতে বরফের জুড়ি মেলা ভার। ত্বকের যত্নে বরফ ব্যবহার করতেই পারেন প্রতিদিন।
advertisement
3/6
কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ত্বকে সরাসরি বরফ লাগানো উচিত নয়। কোনও পরিস্কার নরম রুমাল বা কাপড়ে মুড়ে বরফ ব্যবহার করা উচিত।
advertisement
4/6
প্রতিদিন রাতে ঘুমের আগে সারা মুখে বরফ ঘষলে চোখের চারপাশের ফোলাভাব কমবে। সানবার্নের জ্বালাভাব কমায়।
advertisement
5/6
ত্বকে কোনও র্যাশ বেরোলে, তার উপর বরফ লাগাতে পারেন। ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করবে তা।
advertisement
6/6
ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব বরফ ব্যবহার করে। আজকাল অনেকের অ্যাকনের সমস্যা থাকে, তা কমাতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Skin Care Tips: বিছানায় যাওয়ার আগে মাত্র ‘২ মিনিট’! ছোট্ট কাজেই কামাল! বয়স থাকবে হাতের মুঠোয়, ত্বকের জেল্লা ফিরবেই