Beauty Care: গাদাগাদা খরচ নয়, অ্যালোভেরা জেল দিয়েই পান 'গোল্ড ফেশিয়াল'-এর চমক, কীভাবে ব্যবহার করবেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Beauty Care: গাদাগাদা খরচ নয়, নামীদামি ক্রিম-লোশন নয়, এই এক টোটকাতেই জেল্লাদার ত্বক
advertisement
1/5

পুজোর আগে থেকেই শুরু করে দিন একটি ছোট্ট কাজ। আপনার ত্বক হবে সোনার মতো উজ্জ্বল। অ্যালোভেরা জেল-এর সঙ্গে এই উপাদান মিশিয়ে নিলেই কাম তামাম! আর ফেশিয়ালের পিছনে কোনও টাকা খরচ করতে হবে না।
advertisement
2/5
বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণিত অ্যালোভেরা ত্বকের জন্য উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রেও অ্যালোভেরা গাছের একাধিক ওষধি গুণের কথা বলা হয়েছে।
advertisement
3/5
বিউটিশিয়ান সোমা ভট্টাচার্য বলছেন, পুজোর আগে অনেকেই রূপচর্চার পিছনে গাদাগাদা খরচ করেন। কেনেন নামীদামি ক্রিম,লোশন। করান দামি ফেশিয়াল। কিন্তু শুধুমাত্র অ্যালোভেরা গাছেই আপনার ত্বকে জেল্লা ফিরবে,হার মানাবে দামি ফেশিয়ালকেও।
advertisement
4/5
সোমা জানিয়েছেন, প্রথমেই অ্যালোভেরা গাছের পাতা ব্লেড দিয়ে কেটে সেখান থেকে এলোভেরা জেল বার করে নিতে হবে। এর সঙ্গে মিশাতে হবে একটি ভিটামিন-ই ক্যাপসুলে থাকা তরল পদার্থ এবং গোলাপ জল।
advertisement
5/5
এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক সোনার মত চকচক করবে। তবে তিনি জানিয়েছেন, এই মিশ্রণটি সংরক্ষণ না করা ভাল। সংরক্ষণ করতে হলেও, এয়ার টাইট কৌটোয় ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে, খুব বেশি হলে এক সপ্তাহ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Care: গাদাগাদা খরচ নয়, অ্যালোভেরা জেল দিয়েই পান 'গোল্ড ফেশিয়াল'-এর চমক, কীভাবে ব্যবহার করবেন? পড়ুন