TRENDING:

Purulia Winter Tourism: শীতে অপূর্ব পুরুলিয়া, জয়চন্ডী পাহাড়ে ঘুরতে যেতে আর রাস্তার সমস্যা নেই, হবে আরামের ট্যুর

Last Updated:
অস্থায়ী রাস্তা তৈরি হওয়ায় উৎসবের মরসুমে পর্যটন কেন্দ্রে আসার জন্য পর্যটকদের আর কোনও সমস্যা হবে না বলেই আশা প্রশাসনের।
advertisement
1/6
শীতে অপূর্ব পুরুলিয়া, জয়চন্ডী পাহাড়ে ঘুরতে যেতে আর রাস্তার সমস্যা নেই, হবে আরামের ট্যুর
পুরুলিয়া: পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জয়চন্ডী পাহাড়ে যাওয়ার স্থায়ী রাস্তা তৈরি নিয়ে জটিলতা এখনও কাটেনি। সরকারি অনুদান বরাদ্দ হলেও জমি-সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে স্থায়ী রাস্তা নির্মাণের কাজ। (শান্তনু দাস)
advertisement
2/6
ফলে এবারের জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের আগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল পর্যটক ও দর্শনার্থীদের যোগাযোগের সমস্যা। এই পরিস্থিতিতে উৎসবের আগে সেই সমস্যার অন্তর্বর্তী সমাধানে বিশেষ উদ্যোগ নিল রঘুনাথপুর পৌরসভা।
advertisement
3/6
জয়চন্ডী রেলস্টেশন থেকে বাইপাস হয়ে সরাসরি পর্যটন কেন্দ্রে পৌঁছনোর জন্য পৌরসভার পক্ষ থেকে একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। সেই অস্থায়ী রাস্তার সংস্কারের কাজ এখন জোর কদমে চলছে।
advertisement
4/6
ইতিমধ্যেই রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ, পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক বিক্রম মুখোপাধ্যায়-সহ পৌরসভার কাউন্সিলররা ও জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সদস্যরা নতুন রাস্তার অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন।
advertisement
5/6
রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, "২০তম জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবকে কেন্দ্র করে দর্শনার্থী ও পর্যটকদের সুবিধার জন্য আপাতত আমরা জয়চন্ডী রেলস্টেশন থেকে বাইপাস ধরে অস্থায়ী রাস্তা তৈরি করছি। ভবিষ্যতে এই রাস্তারই উন্নতি করে স্থায়ী রাস্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থায়ী রাস্তা নির্মাণের ক্ষেত্রে পৌরসভা সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত।”
advertisement
6/6
অস্থায়ী রাস্তা তৈরি হওয়ায় উৎসবের মরসুমে পর্যটন কেন্দ্রে আসার জন্য পর্যটকদের আর কোনও সমস্যা হবে না বলেই আশা প্রশাসনের।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Purulia Winter Tourism: শীতে অপূর্ব পুরুলিয়া, জয়চন্ডী পাহাড়ে ঘুরতে যেতে আর রাস্তার সমস্যা নেই, হবে আরামের ট্যুর
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল