Battle Teeth Pain: অসহ্য দাঁতের যন্ত্রণা ? মুঠোমুঠো পেনকিলার নয়, এই ঘরোয়া উপায়ে আরাম পাবেন নিমেষে
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দাঁতের ব্যথায় আমরা দিশেহারা হয়ে পেনকিলার খুঁজি। কিন্তু মাথায় রাখবেন, পেনকিলারের সাইড এফেক্ট ভয়ঙ্কর। কাজেই,মুঠোমুঠো ওষুধ নয়, এই ঘরোয়া উপায়ে দাঁতের যন্ত্রণার মোকাবিলা করুন
advertisement
1/6

দাঁতের ব্যথা কতটা অসহনীয়, তা তাঁরাই জানেন, যাঁরা দাঁতের ব্যথায় ভুগেছেন। দাঁতের ব্যথায় আমরা দিশেহারা হয়ে পেনকিলার খুঁজি। কিন্তু মাথায় রাখবেন, পেনকিলারের সাইড এফেক্ট ভয়ঙ্কর। কাজেই,মুঠোমুঠো ওষুধ নয়, এই ঘরোয়া উপায়ে দাঁতের যন্ত্রণার মোকাবিলা করুন
advertisement
2/6
চিকিৎসক এমএ সামাদ জানান, দাঁত ব্যথায় সবচেয়ে কার্যকরী লবঙ্গ। কিংবা নুনের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন কয়েক মিনিট। কিছুদিন ব্যবহার করলে উপকার পাবেন।
advertisement
3/6
দাঁতের যন্ত্রণায় অন্যতম কার্যকরী উপায় হল নুনের মাউথওয়াশ। এটি দাঁতের মধ্যে জমে থাকা নোংরা জীবাণুকে ধ্বংস করে। গরম জলে ১ থেকে ২ চামচ নুন মিশিয়ে কুলকুচি করুন,মুহূর্তেই মিলবে স্বস্তি।
advertisement
4/6
হাইড্রোজেন পার- অক্সাইড ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং ব্যথা ও ফোলাভাব কমায়। এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যখন মাড়ি থেকে রক্ত পড়ে অথবা সংক্রমনের কারণে দাঁতে ব্যথা হয়।
advertisement
5/6
পেয়ারা পাতা ভালোঅ্যান্টিবায়োটিক। পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। দু তিনটি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতের ঘোড়ায় চেপে রাখুন, সহজেই স্বস্তি মিলবে।
advertisement
6/6
দ্রুত ব্যথা কমাতে ফিটকিরি খুবই কার্যকরী। যে দাঁতে ব্যথা, সেই দাঁতে একটু ফিটকিরি লাগিয়ে রাখুন, মুহূর্তেই ব্যথা কমবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Battle Teeth Pain: অসহ্য দাঁতের যন্ত্রণা ? মুঠোমুঠো পেনকিলার নয়, এই ঘরোয়া উপায়ে আরাম পাবেন নিমেষে