TRENDING:

Battle Teeth Pain:দাঁতে 'পোকা'? অসহ্য যন্ত্রণা? মুখে দুর্গন্ধ? এই ঘরোয়া টোটকায় সব সমস্যা গায়েব নিমেষে

Last Updated:
গাদাগাদা পেইনকিলার নয়, এই ঘরোয়া টোটকায় দাঁতের ব্যথা থেকে মুখের দুর্গন্ধ গায়ে করুন নিমেষে
advertisement
1/6
দাঁতে 'পোকা'? অসহ্য যন্ত্রণা? মুখে দুর্গন্ধ? এই ঘরোয়া টোটকায় সব সমস্যা গায়েব নিমেষে
দাঁতের ব্যথা যেমন যন্ত্রণাদায়ক, দাঁতের চিকিৎসা তেমনই কষ্টকর। দাঁত তোলা, দাঁতে অস্ত্রোপচারের মতো কষ্টদায়ক চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়ার থেকে বাড়িতেই কিছু ঘরোয়া টোটকা মেনে দাঁতের ব্যথা কমান।
advertisement
2/6
ডঃ জে এন হালদার জানান, দাঁতের ব্যথা উপশমের জন্য সম্ভবত সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর প্রতিকারগুলোর মধ্যে একটি হলো লবঙ্গ। লবঙ্গে রয়েছে ইউজেনল, যা একটি প্রাকৃতিক চেতনানাশক এবং একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা ব্যথা এবং প্রদাহ কমানোর প্রবণতা রাখে। লবঙ্গ লবঙ্গ চিবিয়ে খেলে কিংবা ব্যথাযুক্ত দাঁতের গোড়ায় দিলে উপকার পেতে পারেন
advertisement
3/6
দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেতে রসুন খান। এক কোয়া রসুন থেঁতো করে অল্প নুনের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন। খুব বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। যন্ত্রণা কমে যাবে।
advertisement
4/6
ঠান্ডা প্রয়োগ প্রদাহ কমানোর কার্যকর উপায়। একটি পরিষ্কার কাপড় বা তোয়ালেতে কিছু বরফের টুকরো মুড়ে নিন। এটি ১৫ মিনিটের জন্য ব্যথাযুক্ত দাঁতের কাছে গালের উপর ধরে রাখুন। দাঁতের ব্যথা গায়েব হবে নিমেষে।
advertisement
5/6
দাঁতের ব্যথার চিকিৎসা এবং সংক্রমণ কমানোর সহজ এবং কার্যকরী প্রতিকার হল নুন জলে গার্গল করা। নুন প্রাকৃতিক জীবাণুনাশক। এটি মুখের প্রদাহ, ফোলাভাব এবং ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে
advertisement
6/6
দাঁতের প্রদাহ কমাতে ব্যবহার করতে পারেন হাইড্রোজেন পের অক্সাইড। এতে রয়েছে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য, যা মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে অসহ্য যন্ত্রণাকে কমাতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Battle Teeth Pain:দাঁতে 'পোকা'? অসহ্য যন্ত্রণা? মুখে দুর্গন্ধ? এই ঘরোয়া টোটকায় সব সমস্যা গায়েব নিমেষে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল