Battle Body Odour:নামীদামি পারফিউম ফেল? ঘামের দুর্গন্ধে পাশে ঘেঁষছে না কেউ? এই ঘরোয়া টোটকাতেই সুগন্ধী থাকবেন ২৪ ঘণ্টা
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তীব্র গরমে বাইরে বার হলেই ঘেমে নেয়ে একাকার! ঘামের সঙ্গে যখন ব্যাকটেরিয়া যুক্ত হয়, তখন ঘাম থেকে উটকো দুর্গন্ধের সৃষ্টি হয়। এরফলে পড়তে হয় লজ্জায়। ঘামের গন্ধ ছড়াতে থাকে চারধারে। সহকর্মীদের মাঝে মুখ লুকনোর জায়গা থাকে না।
advertisement
1/5

নামীদামি পারফিউম মেখেও ঘামের দুর্গন্ধ যাচ্ছে না? ভরসা রাখুন এই ঘরোয়া টোটকায়, টানা ১২ ঘণ্টা থাকবেন সুগন্ধী। টম্যাটোতে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাই টম্যাটোর রস স্নানের জলে মিশিয়ে নিন। দুর্গন্ধ সহজেই দূর হবে। লেখা--সুস্মিতা গোস্বামী
advertisement
2/5
এক কাপ জলে হাফ চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে এই জল খেলে খুব সহজেই ঘামের দুর্গন্ধ দূর হবে। লেখা-- সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
একটি লেবু কেটে অর্ধেকটা আন্ডারআর্মে ঘষে নিতে হবে। হাতে, পায়ে, আন্ডারআর্মে বা সারা শরীরে প্রয়োগ করার পর ১০ মিনিট রেখে, স্নান করে নিন। সারাদিন সতেজ থাকবেন, ঘামের গন্ধ-ও থাকবে না।
advertisement
4/5
ঘামের দুর্গন্ধ হওয়ার জন্য শরীরে যে ব্যাকটেরিয়া দায়ী, তার বৃদ্ধি ঠেকাতে নিমপাতা খুব উপকারী। নিমপাতা ফুটিয়ে সেই জল স্নানের সময় ব্যবহার করলে শরীরের টক্সিন রোধ হয় এবং ঘামের দুর্গন্ধ দূর হয়।
advertisement
5/5
প্রচুর পরিমানে জল পান করতে হবে। রোদে বার হতে হলে ছাতা, টুপি ব্যবহার করতে হবে। শরীরে ঘামের বাজে দুর্গন্ধ দূর করার জন্য বাতাস পরিবহনযোগ্য পরিষ্কার হালকা পাতলা পোশাক পরুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Battle Body Odour:নামীদামি পারফিউম ফেল? ঘামের দুর্গন্ধে পাশে ঘেঁষছে না কেউ? এই ঘরোয়া টোটকাতেই সুগন্ধী থাকবেন ২৪ ঘণ্টা