Bankura News: বাঁকুড়ার ব্যস্ত অঞ্চল 'মাচানতলা', নামকরণের নেপথ্যে রয়েছে অবাক-করা গল্প, পড়ুন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা। শহরের ব্যস্ততম এলাকাগুলির মধ্যে অন্যতম এই এলাকা। মাচানতলা মোড়ের ঘড়িটি দেখলে এক বাক্যে চিনে ফেলা যায় শহরটি। কিন্তু কীভাবে নামকরণ হল এই এলাকার? পড়ুন
advertisement
1/6

বাঁকুড়া: বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা। শহরের ব্যস্ততম এলাকাগুলির মধ্যে অন্যতম এই এলাকা। মাচানতলা মোড়ের ঘড়িটি দেখলে এক বাক্যে চিনে ফেলা যায় শহরটি। কিন্তু কীভাবে নামকরণ হল এই এলাকার?
advertisement
2/6
বাঁকুড়ার বেশিরভাগ সরকারি অফিসের ঠিকানা এই 'মাচানতলা'ই। গড়ে উঠেছে বাজার, ব্যাস্ত জনজীবন।
advertisement
3/6
বাঁকুড়ার মাচানতলাতেই রয়েছে একটি মাচান বা টাওয়ার। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পশ্চিমে ইদগা মহল্লা প্রবেশ করতেই দেখা যাবে পুরনো মাচানটি। এই মাচান বা টাওয়ার গুলিকে বলা হয় 'সিমাফোর টাওয়ার'।
advertisement
4/6
যখন টেলিগ্রাফ আবিষ্কার হয়নি, তখন এই মাচানগুলি ব্যাবহার করা হত বার্তা আদান প্রদানের জন্য। ওন্দা, বাঁকুড়ার মাচানতলা, ছাতনা থেকে গড়পঞ্চকট পর্যন্ত দেখা যায় এই মাচানগুলি। মাচানতলার মাচান থেকেই এই অঞ্চলের নাম হয় 'মাচানতলা', এমনটাই জানালেন বাঁকুড়ার লোক সংস্কৃতি এবং ইতিহাসের গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/6
ইদগা মহল্লার মূল সড়কের পাশেই মাচানটি। বাজ পড়ে কিংবা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয়ে মাচানটির অনেকটাই ভেঙে গিয়েছে। পরবর্তীকালে সরকারিভাবে মাচানটির উপরে জলের ট্যাংক বসানো আছে। সাধারণত ৪০-৫০ ফুট উচ্চতার হয় মাচান, উপরের দিকে ক্রমশ সরু হতে থাকে।
advertisement
6/6
বাঁকুড়ার প্রতিটা জায়গায় নামকরণের পিছনে রয়েছে ইতিহাস। সেই ইতিহাস চর্চা করছেন বহু ইতিহাস গবেষক এবং ক্ষেত্র সমীক্ষকরা। এই তথ্য বাঁকুড়া গেজেটিয়ার, মহাফেজখানা থেকে সংগ্রহ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bankura News: বাঁকুড়ার ব্যস্ত অঞ্চল 'মাচানতলা', নামকরণের নেপথ্যে রয়েছে অবাক-করা গল্প, পড়ুন