Bankura Archaeology: জলের নীচ থেকে উঠে আসে প্রাচীন মন্দির, বাঁকুড়া জুড়ে ছড়িয়ে আছে ইতিহাসের মণিমুক্তো
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura Archaeology: মহকুমা শাসকের অফিসেই পেয়ে যাবেন বিস্তারিত একটি তালিকা। খাতরা মহকুমার ইতিহাস চোখে পড়ার মত। রয়েছে প্রাচীন রাজবাড়ী থেকে শুরু করে নাট্য মন্দির। রয়েছে জলের তলায় ডুবে থাকার রহস্য।
advertisement
1/6

খাতরা মহকুমার এক অন্য দিক। রয়েছে দুর্দান্ত ভাস্কর্য এবং স্থাপত্য। গুরুত্বপূর্ণ তথ্য পাবেন মহকুমা শাসকের করণে।
advertisement
2/6
যেমন ইন্দপুর ব্লকের ব্রাহ্মণডিহা গ্রাম থেকে প্রাপ্ত একটি ভাস্কর্য। যা সংরক্ষিত রয়েছে খাতরা মহকুমায়।
advertisement
3/6
সিমলাপাল রাজবাড়ী থেকে প্রাপ্ত প্রাচীন মূর্তি। এই সকল ভাস্কর্য সংরক্ষিত করে রাখা হয়েছে বাঁকুড়ার খাতরা মহকুমায়।
advertisement
4/6
খাতরা মহকুমার ইতিহাস চোখে পড়ার মত। রয়েছে প্রাচীন রাজবাড়ী থেকে শুরু করে নাট্য মন্দির। রয়েছে জলের তলায় ডুবে থাকার রহস্য।
advertisement
5/6
মুকুটমণিপুরের খুব কাছে পুড্ডির লক্ষ্মী জনার্দন মন্দির। যা বেশিরভাগ সময় থাকে জলের তলায়।
advertisement
6/6
সুপুর পরগনার প্রাচীনতম স্থাপত্য কালাচাঁদ মন্দির। বহন করে আসছে ইতিহাস ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bankura Archaeology: জলের নীচ থেকে উঠে আসে প্রাচীন মন্দির, বাঁকুড়া জুড়ে ছড়িয়ে আছে ইতিহাসের মণিমুক্তো