Balsam Health Benefits: শ্বেতী, ছুলি হয়েছে? অর্শ? নিত্য পুজোর এই ফুলেই হবে সমাধান! জানুন চিকিৎসকের মত
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Balsam Health Benefits: শ্বেতী ও ছুলির সমস্যায় অনেকেই ভোগেন! গায়ে সাদা ছোপ ছোপ দাগ হয়! এই ফুলেই মিলবে সামাধান
advertisement
1/6

বর্ষায় এই ফুলের দেখা সবচেয়ে বেশি মিললেও আজকাল সারাবছরই পাওয়া যায় দোপাটি ফুল। এই ফুল দেখতে যেমন ভাল তেমনই এর উপকারিতা অনেক। শ্বেতী বা ছুলিতে দাতুণ কাজের! এই ফুলের স্বাস্থ্যের উপকারিতা নিয়ে জানালেন চিকিৎসক বীরেশ্বর বল্লভ
advertisement
2/6
শীতে শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। তাঁদের জন্য বেশ উপকারী এই দোপাটি। মূল শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। মোটা ছালের মধ্যে পুরে চুরুট হিসেবে বানিয়ে খেলে শ্বাসকষ্টের সমস্যার সমাধান হয়
advertisement
3/6
কাশিতেও কিন্তু কাজে লাগানো যায় এই দোপাটিকে। মূল সিদ্ধ করে নিন। এবার তা ছেঁকে নিয়ে চাল ধোওয়া জলের সঙ্গে মিশিয়ে নিন
advertisement
4/6
কেটে গেলে পা পুড়ে গেলে সেই স্থানে যদি সঙ্গে সঙ্গে দোপাটি পাতা ঘষে দিতে পারেন তাহলে উপকার পাওয়া যায়
advertisement
5/6
অনেকেরই শ্বেতীর সমস্যা রয়েছে। তাঁরা যদি দোপাটি গাছের ছাল বেটে নিয়ে নিয়মিত ভাবে ত্বকে লাগাতে পারেন তাহলেও উপকার পাবেন
advertisement
6/6
অর্শর সমস্যায় ভোগেন তাঁরা দোপাটির পাতা সিদ্ধ করে খান। এতে উপকার পাবেন। মলত্যাগে কোনও কষ্ট হবে না
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Balsam Health Benefits: শ্বেতী, ছুলি হয়েছে? অর্শ? নিত্য পুজোর এই ফুলেই হবে সমাধান! জানুন চিকিৎসকের মত