Bajrangbali Blessings: বজরংবলীর কৃপাদৃষ্টি কি রয়েছে আপনার সঙ্গে? এই জিনিসগুলি থাকলেই বুঝবেন আপনি তাঁর আশীর্বাদধন্য
- Reported by:Sarthak Pandit
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Bajrangbali Blessings: হিন্দুধর্ম হনুমানের হলেন সংকটমোচন, ভক্তকে সব বিপদ থেকে উদ্ধার করেন বজরংবলী। বজরংবলী যদি কোনও ব্যক্তির ওপর প্রসন্ন হন। সেক্ষেত্রে নানা ভাবে সেটা বোঝা সম্ভব।
advertisement
1/7

হিন্দুধর্ম হনুমানের হলেন সংকটমোচন, ভক্তকে সব বিপদ থেকে উদ্ধার করেন বজরংবলী। হনুমান জির আরাধনা করলে তিনি আমাদের মন থেকে সমস্ত দুঃখ যন্ত্রণার অবসান ঘটিয়ে দেন মুহূর্তে।
advertisement
2/7
জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বিশারদ অশোক শাস্ত্রী জানান, বজরংবলী যদি প্রসন্ন হন। সেক্ষেত্রে নানা ভাবে সেটা বোঝা সম্ভব। হনুমানজির আশীর্বাদ কোনোও ব্যক্তির রয়েছে সেটা বুঝতে এই বিষয় গুলি দেখা দরকার।
advertisement
3/7
ভাগ্যে কী অপেক্ষা করছে। সেটা হাতের রেখা থেকেই বোঝা সম্ভব। যদি হাতের পাতায় মঙ্গল রেখা স্পষ্ট ভাবে বোঝা যায়। সেখত্রে অর্থ হল বজরংবলীর আশীর্বাদ রয়েছে সেই ব্যক্তির ওপর।
advertisement
4/7
যাঁদের উপর বজরঙ্গবলীর আশীর্বাদ থাকে। তাঁদের উপর শনির অশুভ প্রভাব পড়ে না। এমনকি শনির সাড়ে সাতি চলাকালীনও কোনও বড় ক্ষতি হয় না। কারণ বিপদ থেকে বজরঙ্গবলী উদ্ধার করেন।
advertisement
5/7
যদি কোনোও ব্যক্তি সাহসী ও ন্যয়বাদী হন। যাঁরা স্বভাবের দিক থেকে নির্ভীক ও নম্র হন। এছাড়া যাঁরা সবার সঙ্গে ভদ্র ব্যবহার করেন। তাঁদের উপর সবসময় হনুমান জির কৃপাদৃষ্টি থাকে।
advertisement
6/7
হনুমানের কৃপা যাঁর উপর থাকে। ভাই-বোনেদের সঙ্গে তাঁর সব সময় সুসম্পর্ক বজায় থাকে। সংসারে সামান্য সমস্যা হতেই পারে। তবে ভাই-বোনেদের মধ্যে সব সময় মধুর সম্পর্ক বজায় থাকে।
advertisement
7/7
যদি কোনোও ব্যক্তির হার্ট ভাল থাকে। তবে বুঝতে হবে হনুমান জির আশীর্বাদ রয়েছে তাঁর। যাঁরা বজরঙ্গবলীর কৃপা পান। তাঁদের চোখের দৃষ্টি ভালো হয়। এছাড়া শরীরে রক্ত সঞ্চালন ভাল থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bajrangbali Blessings: বজরংবলীর কৃপাদৃষ্টি কি রয়েছে আপনার সঙ্গে? এই জিনিসগুলি থাকলেই বুঝবেন আপনি তাঁর আশীর্বাদধন্য