Bad breath: পাশের ব্যক্তির মুখে দুর্গন্ধে টেকা যাচ্ছে না! ভদ্রভাবে কী ভাবে বলবেন? রইল ৪টি উপায়
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bad breath : ভাবুন তো আপনার পাশের মানুষটির মুখ দিয়ে অনবরত গন্ধ বেরোচ্ছে। তখন আপনি কী করবেন?
advertisement
1/6

দুবেলা দাঁত মাজলে ও মুখের দুর্গন্ধ থেকে নিস্তার নেই। একটু কাছে এসে কথা বলতে গেলেই তাই অবস্থা শোচনীয় হয়ে আসে অন্যজনের। মুখের দুর্গন্ধে প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে ওঠার জোগাড় হয়। ভাবুন তো আপনার পাশের মানুষটির মুখ দিয়ে অনবরত গন্ধ বেরোচ্ছে। তখন আপনি কী করবেন?
advertisement
2/6
এটি এমন একটি বিষয়, সরাসরি সেভাবে বলাও যায় না। আবার গন্ধ সহ্য করারও উপায় নেই। তাই এমন কোনও উপায় দরকার যেখানে ভদ্র ভাবে পাশের মানুষটিকে বলা যায় যে তার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। জেনে নেওয়া যাক ভদ্রভাবে কী ভাবে বলবেন এই কথা।
advertisement
3/6
কথায় কথায় চ্যুইং গাম অফার করুন। নিজেও একটি খান। খুব সাধারণ ভাবেই পাশের মানুষের হাতে চ্যুইং গামটি দিন। উপস্থিত অন্য কেউ থাকলে তাদেরও দিন। তবে দেখবেন, তখনই যেন সেই ব্যক্তি চ্যুইং গাম খান। নাহলে সমস্যা সমাধানই হবে না।
advertisement
4/6
আর একটি উপায় আছে। ধরুন আপনার কাছে চ্যুইং গাম নেই। এমন ভান করপন যেন আপনার মুখ থেকেই গন্ধ বেরোচ্ছে। ধরা যাক পাশে বসা ব্যক্তির মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। আপনি বলুন, 'কী বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে! ইশ আমার মুখ থেকে বোধহয় গন্ধ বেরোচ্ছে।' এর পরে সেই ব্যক্তি স্বাভাবিক ভাবেই সতর্ক হবেন।
advertisement
5/6
পাশের ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, তিনি সুস্থ কি না। তাঁর কি কোনও অসুখ করেছে? কারণ তাঁর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। পাশাপাশি এও বলুন, এটা বেশ চিন্তার কারণ। তাঁর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ভিতরে রোগ বাসা বাঁধলেও মুখে গন্ধ বেরোয়।
advertisement
6/6
অথবা কারও মুখ থেকে দুর্গন্ধ বেরোলে হাসতে হসতাই ভদ্র ভাবে জিজ্ঞাসা করুন, বাড়ি থেকে কি তিনি মাছ বা পেঁয়াজ খেয়ে বেরিয়েছেন? কারণ গন্ধ বেরোচ্ছে। এটা বলায় সেই ব্যক্তি সতর্ক হবেন এবং সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে আসবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bad breath: পাশের ব্যক্তির মুখে দুর্গন্ধে টেকা যাচ্ছে না! ভদ্রভাবে কী ভাবে বলবেন? রইল ৪টি উপায়