Bad Breath Problem: মুখে খুব দুর্গন্ধ হচ্ছে, নিজেই বিরক্ত হচ্ছেন! কী করা যায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আপনারও কি এমন অভিজ্ঞতা হয়েছে? (Bad Breath Problem)
advertisement
1/7

করোনার অতিমারিতে দীর্ঘ সময় মাস্ক পরে থাকার অভ্যেস করতে হয়েছে সকলকেই। সেই সময় আরও বেশি করে বোঝা গিয়েছে নিজের মুখ থেকে কেমন দুর্গন্ধ বের হয়। এমন সমস্যার শিকার হয়েছেন অনেকেই। আপনারও কি এমন অভিজ্ঞতা হয়েছে? (Bad Breath Problem)
advertisement
2/7
নিঃশ্বাস থেকে দুর্গন্ধ বেরোলে প্রতিনিয়তই বেশ সতর্ক থাকতে হয়। মুখ থেকে যাতে গন্ধ পাশের মানুষের কাছে না পৌঁছয়, তার জন্য অনেকেই মাউথ ফ্রেশনার ব্যবহার করেন। কিন্তু এটা তো দীর্ঘস্থায়ী সমাধান নয়। এদিকে বিশ্বের প্রায় ৮ কোটি মানুষ 'হ্যালিটোসিস' নামক এই সমস্যায় ভুগছেন। এই সমস্যার সমাধানে কয়েকটি কাজ করতে হবে।
advertisement
3/7
দাঁতের মধ্যে জমে থাকা খাবারের টুকরো থেকে এই সমস্যা বাড়তে দিতে পারে। তাই দাঁত পরিষ্কার রাখতে হবে। দিনে অন্তত দু'বার করে দাঁত মাজুন। অনেক দিন এক ব্রাশ ব্যবহার করবেন না। তিন মাস অন্তর ব্রাশ বদলে নিন।
advertisement
4/7
গ্রিন টিতে রয়েছে এমন উপাদান, যা বেশ খানিকটা সময় নিঃশ্বাসের দুর্গন্ধকে প্রতিহত করতে পারে। গ্রিন টি দিয়ে কুলকুচি করলে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটিরিয়ার বৃদ্ধি নাশ হয়।
advertisement
5/7
ধূমপান করলে নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা বাড়ে। তামাক মুখের ভিতরটা শুকিয়ে দেয় এবং যার ফলে মুখ থেকে এক ধরনের গন্ধ ছাড়ে, দাঁত মাজার পরেও যা থাকতে পারে। কাজেই তামাকজাত দ্রব্য এড়িয়ে চলুন।
advertisement
6/7
নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা থাকলে জিভও নিয়মিত পরিষ্কার রাখুন। পাশাপাশি মুখে লবঙ্গ বা মৌরি পুরে রাখুন, এতে মুখের দুর্গন্ধের সমস্যা কমবে।
advertisement
7/7
প্রচুর পরিমাণ জল খাওয়া দরকার। কারণ মুখের ভিতর শুকিয়ে গেলেই তা থেকে দুর্গন্ধ ছড়ানোর প্রবণতা তৈরি হয়। তাই এই সমস্যা এড়াতে জল খান। জল খেলে মুখে কোনও খাবারের কণা বা টুকরো থাকলে, জলের সঙ্গে সেটাও বেরিয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bad Breath Problem: মুখে খুব দুর্গন্ধ হচ্ছে, নিজেই বিরক্ত হচ্ছেন! কী করা যায়?