TRENDING:

Ayurvedic Uses Of Akanda: ডায়াবেটিস থেকে অর্শ, ঝোপেঝাড়ে গজিয়ে ওঠা এই ফুলগাছই 'মোক্ষম' ওষুধ, বিষাক্ত হলেও এটিই 'মহৌষধি'!

Last Updated:
Ayurvedic Uses Of Akanda: রাস্তার ধারে জন্মানো আকন্দ গাছ আসলে একটি শক্তিশালী ঔষধি উদ্ভিদ। এর পাতা ও ফুল শ্বাসকষ্ট, জয়েন্টের ব্যথা এবং চর্মরোগের মতো একাধিক সমস্যার প্রাকৃতিক সমাধান।
advertisement
1/5
ডায়াবেটিস থেকে অর্শ, ঝোপেঝাড়ে গজিয়ে ওঠা এই ফুলগাছই মোক্ষম ওষুধ, বিষাক্ত হলেও এটিই মহৌষধি!
জন্মায় আগাছা জরাজীর্ণ রাস্তায় তবুও ব্যাপক কাজে আসে এই উদ্ভিদের ফুল আর পাতা। নেয় কোনও পরিচর্যা নেয় কোনরকম দেখাশোনা। তবুও প্রতিবছর রাস্তার ধারে ফুটে ওঠে এই উদ্ভিদ। এই উদ্ভিদের ঔষুধি উপায় জানলে প্রয়োজন পড়বে না একাধিক নামিদামি ওষুধের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
শ্বাসকষ্ট, খোসপাচড়া, একজিমা, দাঁত ব্যথা সহ ইত্যাদি একাধিক শারীরিক রোগের প্রতিকারক এই আকন্দ গাছ। আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী ব্যবহার করলেই এই উদ্ভিদের পাতা থেকে তৈরি করতে পারবেন একাধিক রোগের ওষুধ। তবে আগাছায় জন্মানয় খুব কম গুরুত্ব লক্ষ্য করা যায় এই উদ্ভিদের।
advertisement
3/5
চিকিৎসকদের মতে আয়ুর্বেদিক উপায় জেনে এটির ব্যবহার করলে ব্যাপক উপকারিতা রয়েছে। ছোট থেকে বড় সব রকমের একাধিক শারীরিক সমস্যা কে প্রতিরোধ করতে সাহায্য করে এই আকন্দ উদ্ভিদ। এই আকন্দ উদ্ভিদ প্রাচীন সময় থেকে আয়ুর্বেদের অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে।
advertisement
4/5
শুধু ওষুধি প্রয়োজন নয় এই আকন্দ উদ্ভিদের যোগ রয়েছে দেবতার আধ্যাত্মিকতার। আকন্দ গাছের পাতা, ফুল, মূল এবং কষ সবই বিভিন্ন কাজে লাগে। এর ফুল "অর্ক পুষ্প" নামেও পরিচিত। আকন্দ ফুলের শিবের পুজোয় ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেও এর ব্যবহার লক্ষ্য করা যায়।
advertisement
5/5
বাত ও জয়েন্টের ব্যথা, কৃমিনাশক, ফোলা বা শোথ নিরাময়, শ্বাসকষ্ট, দাঁতের ব্যথা, বহুমূত্র রোগ ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়ক হয়। তবে এই উদ্ভিদের ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ এটির পাতা ও কষ বিষাক্ত থাকায় ক্ষতিকারক দিক‌ও রয়েছে। তাই এর ব্যবহারের পূর্বে চিকিৎসকদের পরামর্শ প্রয়োজন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ayurvedic Uses Of Akanda: ডায়াবেটিস থেকে অর্শ, ঝোপেঝাড়ে গজিয়ে ওঠা এই ফুলগাছই 'মোক্ষম' ওষুধ, বিষাক্ত হলেও এটিই 'মহৌষধি'!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল