TRENDING:

মদ্যপান একদম ছেড়ে দিতে হয় কত বয়সে? ডাক্তার জানিয়ে দিলেন, না জানলেই বিপদ!

Last Updated:
Alcohol habit: How to Prevent Dementia বইয়ের লেখক ডাক্তার রিচার্ড রেসটাক বলছেন, একটা নির্ধারিত বয়সের পর মদ্যপানের অভ্যেস একেবারে ত্যাগ করতে হয়। না হলে ডিমেনসিয়ার সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন।
advertisement
1/7
মদ্যপান একদম ছেড়ে দিতে হয় কত বয়সে? ডাক্তার জানিয়ে দিলেন, না জানলেই বিপদ!
অনেকেই স্রেফ স্ট্রেস রিলিফৃ-এর জন্য মাঝেমধ্যে মদ্যপান করেন। অর্থাৎ শখের মদ্যপান। আবার অনেক মানুষের কাছে মদ্যপান একরকম অভ্যেসের মতো।
advertisement
2/7
মদ্যপান যে কোনও ক্ষেত্রেই একটি বিপজ্জনক অভ্যেস। শরীরের বারোটা বাজিয়ে দিতে পারে এই অভ্যেস। তবুও অনেকে এই অভ্যেস থেকে বেরিয়ে আসতে পারেন না। ফল হয় মারাত্নক।
advertisement
3/7
মদ্যপান মানে একদিকে যেমন স্বাস্থ্যহানি, অপরদিকে আবার অর্থের অপচয়। অনেকেই বছরের পর বছর ধরে মদ্যপান করেন। স্বাস্থ্যের কথা ভাবেন না।
advertisement
4/7
অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মদ্যপানের অভ্যেস বাড়ে। অর্থাৎ পেগ-এর হিসেব বাড়তে থাকে। যা কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
advertisement
5/7
How to Prevent Dementia বইয়ের লেখক ডাক্তার রিচার্ড রেসটাক বলছেন, একটা নির্ধারিত বয়সের পর মদ্যপানের অভ্যেস একেবারে ত্যাগ করতে হয়। না হলে ডিমেনসিয়ার সমস্যা দেখা দিতে পারে।
advertisement
6/7
তিনি তাঁর বইতে লিখেছেন, মদ্যপানের অভ্যেস মস্তিষ্কের স্নায়ুতে প্রভাব ফেলে। অ্যালকোহলের টস্কিক উপাদান স্নায়ুতে আবর্জনার মতো জমে। ফলে ডিমেনসিয়ার সমস্যা স্বাভাবিক।
advertisement
7/7
তিনি আরও বলেছেন, বয়সের ৬০-এর কোটায় পৌঁছলেই যে কোনও ধরণের অ্যালকোহল ড্রিঙ্কে না করতে হবে। না হলেই বিপদ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মদ্যপান একদম ছেড়ে দিতে হয় কত বয়সে? ডাক্তার জানিয়ে দিলেন, না জানলেই বিপদ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল