TRENDING:

Astrological Remedies : প্রেমে ব্যর্থ? খালি নেগেটিভ চিন্তা? স্নানের জলে ফেলে দিন এক চিমটে এই জিনিস! সব সমস্যা ধুয়ে মুছে সাফ!

Last Updated:
Astrological Remedies :জানেন কি স্নানের জলে কী মেশাবেন, তার উপর নির্ভর করছে আপনার ভাগ্য৷
advertisement
1/9
প্রেমে ব্যর্থ? নেগেটিভ চিন্তা? স্নানের জলে দিন এই জিনিস! সব কষ্ট ধুয়ে মুছে সাফ
সুস্বাস্থ্য ও শুদ্ধতা রক্ষার জন্য ভারতীয় সংস্কৃতিতে স্নান খুবই গুরুত্বপূর্ণ৷ কিন্তু জানেন কি স্নানের জলে কী মেশাবেন, তার উপর নির্ভর করছে আপনার ভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশারদ রাজকুমার শাস্ত্রী৷
advertisement
2/9
সি সল্ট খুব শক্তিশালী ক্লেঞ্জার৷ স্নানের জলে মিশিয়ে নিন এক চিমটে৷ আপনার মনের আবেগ নিরসন করবে৷ বাড়ব সার্বিক এনার্জি৷
advertisement
3/9
শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত গোলাপের পাপড়ি প্রেম ও সৌন্দর্যের প্রতীক৷ স্নানের জলে গোলাপ পাপড়ি মিশিয়ে নিন৷ আপনার প্রেমের জীবন মসৃণ হবে৷ জীবনে শান্তি আসবে৷ উদ্বেগ দূর হয়ে আসবে স্বস্তি৷
advertisement
4/9
জ্যোতিষশাস্ত্রে দুধ হল চন্দ্রের প্রতীক৷ স্নানের জলে কয়েক ফোঁটা দুধ মেশাতে পারেন৷ আপনার আবেগ ও অবচেতন মন নিয়ন্ত্রিত হবে৷ উদ্বেগ কেটে গিয়ে মন শান্ত হবে৷
advertisement
5/9
তুলসিপাতা বিশুদ্ধতা ও সুরক্ষার প্রতীক জ্যোতিষশাস্ত্রে৷ বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত তুলসিপাতা জীবনে জ্ঞান ও আধ্যাত্মিকতা আনে৷ স্নানের জলে তুলসিপাতা যোগ করলে মানসিক শক্তি বাড়ে৷ জীবনে স্বচ্ছতা আসে৷ দূর হয় নেগেটিভ প্রভাব৷
advertisement
6/9
স্নানের জলে ল্যাভেন্ডার সুবাস মিশিয়ে নিন৷ মানসিক চিন্তার আড়াল কেটে গিয়ে জীবনে লক্ষ্য স্থির হবে৷ যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে৷
advertisement
7/9
জীবনকে মিষ্টিমধুর করে তোলে মধু৷ স্নানের জলে মধু মেশালে আপনি হয়ে ওঠেন অনেক বেশি আকর্ষণীয়৷ মধু জ্যোতিষশাস্ত্রে শুক্রগ্রহের প্রতীক৷
advertisement
8/9
সূর্যের তেজের প্রতীক হল হলুদ৷ হলুদ মেশানো জলে স্নান করলে বাড়ে আত্মবিশ্বাস৷ নেগেটিভিটি দূর হয়ে জীবনে আসে পজিটিভিটি৷ নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি পায়৷
advertisement
9/9
চন্দ্রের প্রতীক নারকেল জল৷ স্নানের জলে নারকেলের জল মিশিয়ে নিন৷ এতে স্নান করলে মন, আত্মা বিশুদ্ধ হয়৷ জীবনে শান্তি আনে৷ উদ্বেগপূর্ণ বা আবেগের টানাপড়েনের সময় এই টোটকা ব্যবহার করলে শান্তি পাবেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Astrological Remedies : প্রেমে ব্যর্থ? খালি নেগেটিভ চিন্তা? স্নানের জলে ফেলে দিন এক চিমটে এই জিনিস! সব সমস্যা ধুয়ে মুছে সাফ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল