বসন্তের ছোঁয়া লাগল ক্যানভাসে, কলকাতায় অনুষ্ঠিত হল কালার অব উইং
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

ICCR বেঙ্গল আর্ট গ্যালারিতে হল কালার ইউংস ২০২০৷ ৩দিন ব্যাপি এই আর্ট এগজিবিশনে উপস্থিত ছিলেন চিত্রকলা জগতের নামিদামী সকলে৷
advertisement
2/6
পিন্টু কয়ালের নেতৃত্বে এই চিত্র প্রদর্শনীটি হয়৷
advertisement
3/6
ওয়াসিম কাপুর, নরাঞ্জন প্রধান, মলয় চন্দন সাহা, মনোরঞ্জন কুমার(বিএসএফ কমান্ডেন্ট), অর্পিতা ভট্টাচার্য (কলকাতা পুলিসের সাব ইনসপেক্টর)-এর আঁকা ছবি প্রদর্শিত হয় এই এগজিবেশনে৷
advertisement
4/6
ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বহু চিত্রকর৷ শুধু দেশ নয়, দেশর বাইরে অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকেও অনেকে এই প্রদর্শনীতে অংশ নেন৷
advertisement
5/6
মোট ২২ জন আর্টিস্টকে মার্স্টার অ্যাওয়ার্ডের জন্য বেছে নেওয়া হয়৷
advertisement
6/6
চিত্রকরদের উৎসাহ দিতে ভবিষ্যতেও এমন বহু প্রদর্শনের ব্যবস্থা করবে কালার উইং, এমনই জানিয়েছেন সদস্যরা৷