Eye Care: আপনি কি রোজ চোখে কাজল পরেন? সাবধান...! বিরাট ক্ষতির ইঙ্গিত চিকিৎসকদের! জানুন বাঁচার উপায়
- Published by:Shubhagata Dey
Last Updated:
Eye Care: চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন কাজল ব্যবহার করলে চোখের সংক্রমণের ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু চোখে প্রবেশ করতে পারে। এই ঝুঁকি বেড়ে যায়, বিশেষত যদি কাজল পুরানো হয় বা অন্য কারও সঙ্গে শেয়ার করে ব্যবহার করা হয়।
advertisement
1/6

*প্রতিদিন কাজল পরলে সময়ে সময়ে চোখ শুকিয়ে যেতে পারে। শুকনো চোখ লালভাব, জ্বলতে পারে, ঝাপসা দৃষ্টিও হতে পারে। কাজলের মান ভাল না হলে এই ঝুঁকি আরও বেড়ে যায়।
advertisement
2/6
*চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন কাজল ব্যবহার করলে চোখের সংক্রমণের ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু চোখে প্রবেশ করতে পারে। এই ঝুঁকি বেড়ে যায়, বিশেষত যদি কাজল পুরানো হয় বা অন্য কারও সঙ্গে শেয়ার করে ব্যবহার করা হয়।
advertisement
3/6
*রাসায়নিক কাজলের মাধ্যমে চোখের কোষে প্রবেশ করলে অ্যালার্জির কারণ হতে পারে। অ্যালার্জির কারণে চুলকানি, চোখ দপদপ করা বা চোখের চারপাশে সংক্রমণ হতে পারে। ইনফেকশনের কারণে চোখ থেকে জল পড়ে।
advertisement
4/6
*প্রতিদিন কাজল পরার ফলে যদি চোখ ফুলে যায় তবে এটি দৃষ্টিশক্তিকে প্রভাবিত করতে পারে। চোখের ইনফেকশন বা প্রদাহের কারণে দৃষ্টি ঝাপসা হয়ে আসে, দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।
advertisement
5/6
*আপনি যদি আই লাইন বা ল্যাশ লাইনে কাজল দেন তবে ছিদ্রগুলি আটকে যায় এবং ত্বকের সংক্রমণ ঘটে। চোখের পাতার রোম দুর্বল হয়ে পড়ে যায়। কর্নিয়া সংক্রমণও অনেকসময় চোখের প্রসাধনী দ্বারা সৃষ্টি হয়।
advertisement
6/6
*চোখের কাজল সর্বদা একটি ভাল মানের ব্যবহার করুন। পুরনো কাজল ব্যবহার করা এড়িয়ে চলুন। কাজল কারও সঙ্গে শেয়ার করে ব্যবহার করবেন না। চোখে কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Eye Care: আপনি কি রোজ চোখে কাজল পরেন? সাবধান...! বিরাট ক্ষতির ইঙ্গিত চিকিৎসকদের! জানুন বাঁচার উপায়