TRENDING:

Anant Chaturdashi Vrat 2023: আজ পবিত্র অনন্ত চতুর্দশী ব্রত, জানুন এই পবিত্র তিথি কত ক্ষণ থাকবে ও দিনের শুভ মুহূর্ত

Last Updated:
Anant Chaturdashi Vrat 2023: অতন্ত চতুর্দশী তিথি উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুর প্রতি৷ এই তিথিতে ব্রতীরা উপবাস ব্রত পালন করেন
advertisement
1/10
আজ অনন্ত চতুর্দশী ব্রত, জানুন এই পবিত্র তিথি কত ক্ষণ থাকবে ও দিনের শুভ মুহূর্ত
দেশ জু়ড়ে গণেশ উৎসবের সমাপ্তি আজ, বৃহস্পতিবার, অনন্ত চতুর্দশী তিথিতে৷ এই তিথিতে নিরঞ্জন করা হয় গণেশ বিগ্রহের৷
advertisement
2/10
অতন্ত চতুর্দশী তিথি উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুর প্রতি৷ এই তিথিতে ব্রতীরা উপবাস ব্রত পালন করেন৷ পুজো সমাপনে হাতে পবিত্র অনন্ত সূত্র ধারণ করেন৷
advertisement
3/10
ভোপালের গণৎকার তথা বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে এই তিথি পালন করলে জীবনে বর্ষিত হয় সুখ, সমৃদ্ধি ও ধনসম্পদ৷
advertisement
4/10
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে অনন্ত চতুর্দশী তিথি থাকছে সন্ধ্যা ৬.৫০ পর্যন্ত৷
advertisement
5/10
অন্য পঞ্জিকা মতে এই তিথি থাকবে সন্ধ্যা ৬.৪৩ পর্যন্ত৷
advertisement
6/10
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমৃতযোগ সকাল ৭.০৫-এর মধ্যে৷ পুনরায় দুপুর ১.২৮ থেকে দুপুর ৩.০৪ পর্যন্ত৷
advertisement
7/10
ফের অমৃতযোগ থাকবে রাত্রি ৬.১৪ থেকে ৯.২৭ পর্যন্ত৷ ফের ১১.৫২ মিনিট থেকে ৩.০৬ পর্যন্ত৷ আবার ৩.৫৩ থেকে সূর্যোদয় পর্যন্ত৷
advertisement
8/10
অন্য পঞ্জিকা অনুযায়ী বারবেলা ৩.৫৫ থেকে ৫.২৫ পর্যন্ত৷ অমৃতযোগ সকাল ৭.০৪ মধ্যে ও দুপুর ১.২৬ থেকে ৩.০২ পর্যন্ত৷
advertisement
9/10
অন্য পঞ্জিকা মতে অমৃতযোগ রাত্রি ৬.১৩ থেকে ৯.২৬-এর মধ্যে৷ ফের রাত্রি ১১.৫১ থেকে রাত ৩.০৪ মধ্যে অমৃতযোগ৷ ফের এই যোগ শুরু হবে ৩.৫২ থেকে ৫.২৯-এর মধ্যে৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Anant Chaturdashi Vrat 2023: আজ পবিত্র অনন্ত চতুর্দশী ব্রত, জানুন এই পবিত্র তিথি কত ক্ষণ থাকবে ও দিনের শুভ মুহূর্ত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল