TRENDING:

Amitabh Bachchan’s home: দেখে নিন অমিতাভের অন্দরমহলের দুর্দান্ত ছবি! পুজোয় আপনার বাড়িও সাজাতে পারেন ‘জলসা’র ঢঙে

Last Updated:
বাড়ির অন্দরসজ্জায় একটু বিশেষ ছোঁয়া দিতে সাজিয়ে তুলতে পারেন সেলেবদের মতো। অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র মতো সাজিয়ে তুলতে পারেন আপনার বাড়ি।
advertisement
1/8
দেখে নিন অমিতাভের অন্দরমহলের দুর্দান্ত ছবি! বাড়ি সাজাতে পারেন ‘জলসা’র ঢঙে
পুজো মানেই নতুন করে সেজে ওঠা, সাজিয়ে তোলা। পুজোর আগে বাড়িঘর সুন্দর করে সাজিয়ে তোলার চল প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই রয়েছে। বাড়ির অন্দরসজ্জায় একটু বিশেষ ছোঁয়া দিতে সাজিয়ে তুলতে পারেন সেলেবদের মতো। অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র মতো সাজিয়ে তুলতে পারেন আপনার বাড়ি। দেখে নিন জলসার কিছু অসাধারণ ছবি।
advertisement
2/8
মুম্বইয়ের জুহুতে রয়েছে অমিতাভের আলিশান বাড়ি ‘জলসা’। এখানেই বচ্চন পরিবারের সদস‍্যদের নিবাস।
advertisement
3/8
জলসার অন্দরসজ্জায় রয়েছে দেশীয় সংস্কৃতির ছোঁয়া। বাড়ির বিভিন্ন জায়গায় শিল্পের নিদর্শন স্পষ্ট। এমনই ভাল পেইন্টিং রাখতে পারেন আপনার বাড়ির ড্রইংরুমেও।
advertisement
4/8
লিখতে এবং পড়তে ভীষণ ভালবাসেন বিগ বি। তাই জলসার অন্দরে রয়েছে একটি বিরাট স্টাডি রুম। বাড়ির কোনও একটি ঘরকে স্টাডি রুম করতেই পারেন। বাড়ির কোনও একটি প্রান্তেও সাজিয়ে রাখতে পারেন বই।
advertisement
5/8
মন ভাল রাখতে গাছের বিরাট ভূমিকা রয়েছে। জলসার গার্ডেন এরিয়াটিও বেশ বড়। প্রকৃতির মাঝে খোলা হাওয়ায় কিছুটা সময় কাটানোর জন‍্য আদর্শ। এত বড় গার্ডেন এরিয়া যদি না থাকে
advertisement
6/8
বাড়ির মধ‍্যে রয়েছে তাঞ্জোর পেইন্টিং। বহুমূল‍্য এই পেইন্টিং জলসার সৌন্দর্য আরও বাড়িয়েছে।
advertisement
7/8
বাড়ির মধ‍্যে রয়েছে মন্দিরও। ঠাকুরের মূর্তিও রাখা হয়েছে সেখানে।
advertisement
8/8
জলসায় রয়েছে এমনই বড় বড় জানালা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Amitabh Bachchan’s home: দেখে নিন অমিতাভের অন্দরমহলের দুর্দান্ত ছবি! পুজোয় আপনার বাড়িও সাজাতে পারেন ‘জলসা’র ঢঙে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল