TRENDING:

এখন শরতেও গরম! সাধ্যের মধ্যে সাধপূরণ করতে রইল কিছু সস্তা এসি-র খোঁজ

Last Updated:
advertisement
1/9
এখন শরতেও গরম! সাধ্যের মধ্যে সাধপূরণ করতে রইল কিছু সস্তা এসি-র খোঁজ
এখন বছরের তিন মাস বড়জোড় তাপমাত্রা ঠান্ডা থাকে ৷ অর্থাৎ যখন কিনা পাখা চালাতে লাগে না ৷ বরং শরৎ , বসন্তেও তাপমাত্রার এমন খেলা মনে হয় সামনের গরমে এসিটা লাগিয়েই নিই ৷ কিন্তু সেই সময় এসির দামটা বেশ চড়া থাকে তাই আর হয় না ৷ তবে গরমের জন্য আর অপেক্ষা না করে এখনই লাগিয়ে নিন না সাধের এসি ৷ Photo - Representive
advertisement
2/9
সাধের মধ্যে সাধ্যপূরণ করতে অ্যামাডন এখ ১.৫ টনের এসিতে বিভিন্ন অফার দিচ্ছে ৷ আর সেগুলি সব এমন এসি-র মডেলে যেগুলি গ্রাহকদের খুব প্রশংসা পেয়েছে ৷ এলজি - ১,৫ টন ৩ স্টার ইনভার্টার এসি এই তালিকার প্রথম ৷ এই এসি-র বিদ্যুৎ উপযোগ বেশ কম৷ Photo - Representive
advertisement
3/9
দেড় টন এসি-র দুনিয়ায় ভালো চাহিদা গোদরেজেরও ৷ এলসিডি ডিসপ্লে আছে ৷ অল ওয়েদার এসি-তে ঘরের আবহাওয়া মেপে রাখে ৷ তাছাড়া এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও ডাস্ট ফ্রি ৷ Photo - Representive
advertisement
4/9
এসি-র দুনিয়ায় অন্যতম বড় নাম ব্লু স্টার ৷ এতে রয়েছে স্লিপ মোড ৷ ফলে রাতে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভবনা নেই ৷ ফলে এসি চালিয়ে আয়েসে ঘুমিয়ে পড়ুন , রাতে উঠে এসি-র তাপমাত্রা কমাতে বাড়াতে হবে না ৷ Photo - Representive
advertisement
5/9
Voltas 183V CZT ইনভার্টার এসি তেও রয়েছে স্লিপ মোড ৷ তাছাড়া রয়েছে ডাস্ট ফিল্টার ৷ Photo - Representive
advertisement
6/9
এলজি- ৫ স্টার এসিও খুব একটা বেশি খরচের নয় ৷ একটু দাম বেশি পড়লেো বিদ্যুতের বিল বাঁচাতে সাহায্য করবে এই এসি ৷ এতে থাকছে অটো ক্লিন ৷ ফলে মেনটেনেন্সের ঝামেলাও বেশ কম ৷ Photo - Representive
advertisement
7/9
Whirlpool MGCL DLX 3S -র এসির বৈশিষ্ট্য হল এটা আপনার ঘরের আর্দ্রতাও নিয়ন্ত্রণে রাখে ৷ ফলে তাপমাত্রার পাশাপাশি এই বিষয়টিও থাকে নিয়ন্ত্রণে ৷ Photo - Representive
advertisement
8/9
হিতাচি-র ইনভার্টার স্প্লিট এসি দ্রুত ঘরের তাপমাত্রা কমিয়ে দিয়ে দেবে কুলিং এফেক্ট ৷ Photo - Representive
advertisement
9/9
Voltas 183 WZJ (2018) -র এসি আবার ওয়াই ফাই দিয়ে যুক্ত হতে পারে ৷ অ্যালেক্সার সঙ্গে সঙ্গে সরাসরি জুড়ে দেওয়া যায় একে ৷ এতে রয়েছে সিলভার আয়ন যা ছত্রাক হওয়া আটকায় ৷ Photo - Representive
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এখন শরতেও গরম! সাধ্যের মধ্যে সাধপূরণ করতে রইল কিছু সস্তা এসি-র খোঁজ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল