Amazing Camphor Benefits: এক অঙ্গে লক্ষ গুণ! এক টুকরো কর্পূরেই কমবে শরীরের গাঁটে গাঁটে ব্যাথা! শুধু ব্যবহার করুন এই ‘নিয়মে’
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Health Tips: অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, কর্পূর মানব শরীরের জন্যও বেশ অনেকটাই উপকারী। স্বাস্থ্যের ও ত্বকসহ শরীরের অনেক উপকারে লাগে বহু উপকারে সমৃদ্ধ কর্পূর।
advertisement
1/10

বহু বাড়িতে পুজোর কাজে নিয়মিত ব্যবহার করা হয় কর্পূর। তবে এছাড়াও নানা কাজে ব্যবহার করা যায় এই বিশেষ উদ্বায়ী পদার্থটি।
advertisement
2/10
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, কর্পূর মানব শরীরের জন্যও বেশ অনেকটাই উপকারী। স্বাস্থ্যের ও ত্বকসহ শরীরের অনেক উপকারে লাগে বহু উপকারে সমৃদ্ধ কর্পূর।
advertisement
3/10
কর্পূর অ্যান্টিসেপ্টিক গুণে সমৃদ্ধ। তাই এটি কোনও ক্ষতকে সেপটিক হতে দেয় না। এছাড়াও ক্ষত দ্রুত সারিয়ে তুলতেও পারদর্শী এই কর্পূর।
advertisement
4/10
নির্দিষ্ট অঙ্গের ব্যথা কমাতে দারুণ ভাবে কার্যকরী এই উপকারী কর্পূর। তাই ব্যথার স্থলে লাগালে উপকার পাওয়া যায় অনেক সহজেই।
advertisement
5/10
কর্পূরের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে। তাই কর্পূর শরীরের ব্যথার সমস্যা থেকে শরীরকে দ্রুত রেহাই দিতে পারে।
advertisement
6/10
আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাহায্য করে কর্পূর। সাধারণ মলমের ঠান্ডা ও গরম ভাব ব্যথা দমিয়ে রাখে। কর্পূরও সেই কাজ করে অনায়াসেই।
advertisement
7/10
ত্বকের একাধিক সমস্যার একটাই সমাধান কর্পূর। ত্বকে জ্বালা জ্বালা হওয়া বা ত্বকের ইরিটেশন সহজেই ইরিটেশন দূর করে কর্পূর।
advertisement
8/10
ত্বকের নিচে কোলাজেন যত বেশি থাকে, ততই ত্বক থাকে টান টান ও জেল্লাদার। কর্পূর এই কোলাজেন উৎপাদনের হার বাড়াতে পারে।
advertisement
9/10
হেয়ার ফলিকলে পুষ্টি জোগাতে পারে কর্পূর। তাই সহজেই চুল পড়া বন্ধ হয়। চুলের গোড়া মজবুত করে চুল বাড়তে সাহায্য করে কর্পূর।
advertisement
10/10
কর্পূর তেল কাশি কমাতে বিশেষ উপকারী। কর্পূর ভেপার অর্থাৎ বাষ্প রাতের অনবরত কাশির সমস্যার সমাধান করে দিতে পারে সহজেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Amazing Camphor Benefits: এক অঙ্গে লক্ষ গুণ! এক টুকরো কর্পূরেই কমবে শরীরের গাঁটে গাঁটে ব্যাথা! শুধু ব্যবহার করুন এই ‘নিয়মে’