TRENDING:

Amazing Camphor Benefits: এক অঙ্গে লক্ষ‍ গুণ! এক টুকরো কর্পূরেই কমবে শরীরের গাঁটে গাঁটে ব‍্যাথা! শুধু ব‍্যবহার করুন এই ‘নিয়মে’

Last Updated:
Health Tips: অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, কর্পূর মানব শরীরের জন্যও বেশ অনেকটাই উপকারী। স্বাস্থ্যের ও ত্বকসহ শরীরের অনেক উপকারে লাগে বহু উপকারে সমৃদ্ধ কর্পূর।
advertisement
1/10
এক টুকরো কর্পূরেই কমবে শরীরের গাঁটে গাঁটে ব‍্যাথা! শুধু ব‍্যবহার করুন এই ‘নিয়মে’
বহু বাড়িতে পুজোর কাজে নিয়মিত ব্যবহার করা হয় কর্পূর।‌ তবে এছাড়াও নানা কাজে ব্যবহার করা যায় এই বিশেষ উদ্বায়ী পদার্থটি।
advertisement
2/10
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, কর্পূর মানব শরীরের জন্যও বেশ অনেকটাই উপকারী। স্বাস্থ্যের ও ত্বকসহ শরীরের অনেক উপকারে লাগে বহু উপকারে সমৃদ্ধ কর্পূর।
advertisement
3/10
কর্পূর অ্যান্টিসেপ্টিক গুণে সমৃদ্ধ। তাই এটি কোনও ক্ষতকে সেপটিক হতে দেয় না। এছাড়াও ক্ষত দ্রুত সারিয়ে তুলতেও পারদর্শী এই কর্পূর।
advertisement
4/10
নির্দিষ্ট অঙ্গের ব্যথা কমাতে দারুণ ভাবে কার্যকরী এই উপকারী কর্পূর। তাই ব্যথার স্থলে লাগালে উপকার পাওয়া যায় অনেক সহজেই।
advertisement
5/10
কর্পূরের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে। তাই কর্পূর শরীরের ব্যথার সমস্যা থেকে শরীরকে দ্রুত রেহাই দিতে পারে।
advertisement
6/10
আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাহায্য করে কর্পূর‌। সাধারণ মলমের ঠান্ডা ও গরম ভাব ব্যথা দমিয়ে রাখে। কর্পূরও সেই কাজ করে অনায়াসেই।
advertisement
7/10
ত্বকের একাধিক সমস্যার একটাই সমাধান কর্পূর। ত্বকে জ্বালা জ্বালা হওয়া বা ত্বকের ইরিটেশন সহজেই ইরিটেশন দূর করে কর্পূর।
advertisement
8/10
ত্বকের নিচে কোলাজেন যত বেশি থাকে, ততই ত্বক থাকে টান টান ও জেল্লাদার। কর্পূর এই কোলাজেন উৎপাদনের হার বাড়াতে পারে।
advertisement
9/10
হেয়ার ফলিকলে পুষ্টি জোগাতে পারে কর্পূর। তাই সহজেই চুল পড়া বন্ধ হয়। চুলের গোড়া মজবুত করে চুল বাড়তে সা‌হায্য করে কর্পূর।
advertisement
10/10
কর্পূর তেল কাশি কমাতে বিশেষ উপকারী। কর্পূর ভেপার অর্থাৎ বাষ্প রাতের অনবরত কাশির সমস্যার সমাধান করে দিতে পারে সহজেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Amazing Camphor Benefits: এক অঙ্গে লক্ষ‍ গুণ! এক টুকরো কর্পূরেই কমবে শরীরের গাঁটে গাঁটে ব‍্যাথা! শুধু ব‍্যবহার করুন এই ‘নিয়মে’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল