TRENDING:

Alternatives of Tomato : টমেটো অগ্নিমূল্য! জেনে নিন টমেটো ছাড়াই কী করে রান্নার স্বাদগন্ধ বাড়াবেন

Last Updated:
Alternatives of Tomato : টমেটো ছাড়াই রান্নায় আনতে পারবেন সেই স্বাদ ও লাল রং। জেনে নিন টমেটোহীন হেঁশেলে বাজিমাত করার সেই টোটকা।
advertisement
1/10
অগ্নিমূল্যের টমেটো ছাড়াও কিন্তু স্বাদেগন্ধে সুস্বাদু রান্না হয়, জানুন বিকল্প
বাজারে টমেটো অগ্নিমূল্য। ক’মাস আগেও ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটোর দাম এখন কেজি প্রতি ১০০ টাকার বেশি।
advertisement
2/10
টমেটোর দামে সেঞ্চুরিতে মাথায় হাত মধ্যবিত্তের। কারণ রান্নায় স্বাদ বর্ণ ও গন্ধের জন্য টমেটোর জুড়ি নেই। আদতে বিদেশি এই ফল এখন বাঙালি রান্নার অবিচ্ছেদ্য অংশ।
advertisement
3/10
তবে টমেটো ছাড়াই রান্নায় আনতে পারবেন সেই স্বাদ ও লাল রং। জেনে নিন টমেটোহীন হেঁশেলে বাজিমাত করার সেই টোটকা।
advertisement
4/10
রান্নায় দিন ভিনিগার। অবিকল টমেটোর স্বাদ না এলেও খাবারে চটকদার টক স্বাদ আসবে। টমেটো না থাকলে রান্নার উপকরণ হোক ভিনিগার।
advertisement
5/10
ম্যারিনেশন করতে পারেন। আবার টকদই ভাল করে ফেটিয়ে রান্নায় দিতে পারেন উপকরণ হিসেবেও। টমেটোর কাছাকাছি স্বাদ পাবেন।
advertisement
6/10
রান্নায় দিন তেঁতুল। জলে তেঁতুলের ক্বাত্থ বানিয়ে রান্নায় মেশান। জিভে জল আনা টকস্বাদ পাবেন। তবে মনে রাখবেন তেঁতুল দিলে রান্নার রং কিছুটা ফিকে হয়ে যায়।
advertisement
7/10
বাজারে পেয়ে যাবেন আমচুর। রান্নায় দিলে পাবেন টমেটোর মতোই স্বাদ।
advertisement
8/10
লাল ক্যাপসিকাম বা বেল পেপার রোস্ট করে পেস্ট তৈরি করুন। তার পর সেই পেস্ট রান্নায় দিন। টমেটোর মতো লাল রং পেয়ে যাবেন।
advertisement
9/10
মাংসে লালচে আভা আনতে পারেন টমেটো ছাড়া গরম তেলে চিনি মিশিয়েও।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Alternatives of Tomato : টমেটো অগ্নিমূল্য! জেনে নিন টমেটো ছাড়াই কী করে রান্নার স্বাদগন্ধ বাড়াবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল