Health Tips: গরম ভাতে ঘি-এর সঙ্গে মিশিয়ে খান এই ছোট্ট জিনিস, বুদ্ধি বাড়বে, ত্বক- চুলে জেল্লা ফিরবে, কোষ্ঠকাঠিন্য সারবে চিরতরে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
ঘিয়ের সঙ্গে যদি সামান্য গোলমরিচ মিশিয়ে খেতে পারেন, তা হলে অনেক সমস্যাই নিয়ন্ত্রণে থাকে। কী কী উপকার হয় ঘিয়ের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে? পড়ুন
advertisement
1/6

ঘিয়ের গন্ধেই অর্ধেরভার সাবাড় করে ফেলেন অনেকে। যে-কোনও খাবারেরই স্বাদ বেড়ে যায় অল্প একটু ঘি মেশালেই।
advertisement
2/6
পুষ্টিবিদ দিব্যা নাজ জানান, ঘি-এর পুষ্টিগুণ আরও বৃদ্ধি পেতে পায় গোলমরিচের গুণে। গরম ভাতে ঘিয়ের সঙ্গে যদি সামান্য গোলমরিচ মিশিয়ে নেওয়া যায়, তবে উপকার পাবেন।
advertisement
3/6
ঘিয়ের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে হজমশক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও সেরে যায়।
advertisement
4/6
ওজন নিয়ন্ত্রণের জন্য ঘি ও গোলমরিচ দারুণ ভাবে কাজ দেয়। ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাট এবং গোলমরিচের মধ্যে থাকা ‘প্যাপেরিন’ বিপাকহার বাড়িয়ে তুলতে সাহায্য করে।
advertisement
5/6
ঘিয়ের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং গোলমরিচের মধ্যে রয়েছে ‘প্যাপেরিন’। এই দুই উপাদান একত্রে মিলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে।
advertisement
6/6
গোলমরিচের মধ্যে রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিড্যান্ট। এগুলি চুল, ত্বকের জন্য দারুণ উপকারী। প্রদাহজনিত সমস্যা বশে রাখতেও সাহায্য করে এই উপাদানগুলি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: গরম ভাতে ঘি-এর সঙ্গে মিশিয়ে খান এই ছোট্ট জিনিস, বুদ্ধি বাড়বে, ত্বক- চুলে জেল্লা ফিরবে, কোষ্ঠকাঠিন্য সারবে চিরতরে