TRENDING:

Age Wise Blood Sugar Level: সকাল সন্ধে কোন বয়সে কত ব্লাড সুগার রাখবেন? কৈশোর-যৌবন-প্রৌঢ়ত্ব-বার্ধক্য কত রাখবেন?

Last Updated:
Age Wise Blood Sugar Level: সকাল সন্ধে কোন বয়সে কত ব্লাড সুগার থাকা উচিৎ?
advertisement
1/15
সকাল সন্ধে কোন বয়সে কত  ব্লাড সুগার রাখবেন? কৈশোর-যৌবন-প্রৌঢ়ত্ব-বার্ধক্য কত রাখবেন?
প্রতিটি মানুষের ব্লাড সুগারের স্তর এক থাকেনা সব সময়ে, প্রয়োজন অনুযায়ী কার্যক্ষমতা বৃদ্ধি পায় বা হ্রাস হয়ে থাকে, বয়স অনুযায়ী ব্লাড সুগারের স্তর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
শিশু, যুবক, বয়স্ক, বৃদ্ধদের মেটাবলিজম রেট ভিন্ন ভিন্ন হয়ে থাকে ৷ কেননা এই সমস্ত বয়সে সুগারের স্তর ভিন্ন হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়তেই থাকে ৷ শিশুদের টাইপ ডায়াবেটিসের প্রবণতা থাকে, আর বয়স্কদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
বয়সের বিভিন্নতা অনুযায়ী ব্লাড সুগারের স্তর আলাদা আলাদা থাকে ৷ যদি জীবনযাপন পদ্ধতি, খাদ্য, বিশ্রাম, শরীরচর্চার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
বয়স অনুযায়ী ব্লাড সুগারের স্তর কেমন থাকবে? এক এক জনের শরীরে গ্লুকোজের মাত্রা শরীরের বিভিন্ন বিষয় বদলে দেয় ৷ ব্লাড সুগারের স্তর বুঝতে ফাস্টিং সুগার বা পিপি, এইচবিএওয়ানসি বুঝতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
ফাস্টিং ব্লাডসুগারের জন্য রাতের খাওয়ার পরে কমপক্ষে ৮ ঘণ্টার পরে মাপা হয়, পোস্ট মিল বা খাবার ২ ঘণ্টা পরে মাপা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
ব্লাড সুগার সামলে এইচবিএওয়ানসি (HbA1c) বিগত ২-৩ মাসের ব্লাড সুগারের স্তর নির্ধারিত করবে ৷ ব্লাড সুগার পরীক্ষার স্তর পরীক্ষা করাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
ডায়াবেটিসের আগে পরিস্থিতি প্রিডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস ৷ যদি কারও ফাস্টিং সুগার ১০০ থেকে ১২৫ এমজি ডিএল থাকে সেক্ষেত্রে প্রিডায়াবেটিসের সঙ্কেত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
খাওয়ার পরে সুগারের স্তর যদি ১৪০ থেকে ১৯৯ এমজি ডিল হলে প্রিডায়াবেটিস হয়ে থাকে ৷ HbA1c ৫.৪ শতাংশ হলে ডায়াবেটিসের ইশারা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
সময় থাকতে থাকতে ব্লাডসুগারের খবর এলে তা অতি সহজেই নর্ম্যাল হতে পারে ৷ এই রোগের ঝুঁকি থাকে ৷ যা রক্ষা করতে পারে সহজেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
৬-১২ বছর বয়সে ফাস্টিং সুগার ৭০-১০০ mg/DL , খাওয়ার পরে ৭০-১৪০ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
কৈশোরে (১৩-১৯ বছর বয়সে) ফাস্টিং সুগার ৭০-১০৫ mg/DL, খাওয়ার পরে ৭০-১৪৫ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
যৌবনে (২০-৪০ বছর বয়সে) ফাস্টিং সুগার ৭০-১১০ mg/DL, খাওয়ার পরে ৭০-১৪০ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
মধ্য বয়সে (৪১-৬০ বছর বয়সে) ফাস্টিং সুগার ৭০-১১০ mg/DL, খাওয়ার পরে ৭০-১৫০ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
বয়স্কালে (৬০ বছরের উপরে) ফাস্টিং সুগার ৭০-১২০ mg/DL, খাওয়ার পরে ৭০-১৬০ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Age Wise Blood Sugar Level: সকাল সন্ধে কোন বয়সে কত ব্লাড সুগার রাখবেন? কৈশোর-যৌবন-প্রৌঢ়ত্ব-বার্ধক্য কত রাখবেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল