Age Wise Blood Sugar Level: সকাল সন্ধে কোন বয়সে কত ব্লাড সুগার রাখবেন? কৈশোর-যৌবন-প্রৌঢ়ত্ব-বার্ধক্য কত রাখবেন?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Age Wise Blood Sugar Level: সকাল সন্ধে কোন বয়সে কত ব্লাড সুগার থাকা উচিৎ?
advertisement
1/15

প্রতিটি মানুষের ব্লাড সুগারের স্তর এক থাকেনা সব সময়ে, প্রয়োজন অনুযায়ী কার্যক্ষমতা বৃদ্ধি পায় বা হ্রাস হয়ে থাকে, বয়স অনুযায়ী ব্লাড সুগারের স্তর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
শিশু, যুবক, বয়স্ক, বৃদ্ধদের মেটাবলিজম রেট ভিন্ন ভিন্ন হয়ে থাকে ৷ কেননা এই সমস্ত বয়সে সুগারের স্তর ভিন্ন হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়তেই থাকে ৷ শিশুদের টাইপ ডায়াবেটিসের প্রবণতা থাকে, আর বয়স্কদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
বয়সের বিভিন্নতা অনুযায়ী ব্লাড সুগারের স্তর আলাদা আলাদা থাকে ৷ যদি জীবনযাপন পদ্ধতি, খাদ্য, বিশ্রাম, শরীরচর্চার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
বয়স অনুযায়ী ব্লাড সুগারের স্তর কেমন থাকবে? এক এক জনের শরীরে গ্লুকোজের মাত্রা শরীরের বিভিন্ন বিষয় বদলে দেয় ৷ ব্লাড সুগারের স্তর বুঝতে ফাস্টিং সুগার বা পিপি, এইচবিএওয়ানসি বুঝতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
ফাস্টিং ব্লাডসুগারের জন্য রাতের খাওয়ার পরে কমপক্ষে ৮ ঘণ্টার পরে মাপা হয়, পোস্ট মিল বা খাবার ২ ঘণ্টা পরে মাপা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
ব্লাড সুগার সামলে এইচবিএওয়ানসি (HbA1c) বিগত ২-৩ মাসের ব্লাড সুগারের স্তর নির্ধারিত করবে ৷ ব্লাড সুগার পরীক্ষার স্তর পরীক্ষা করাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
ডায়াবেটিসের আগে পরিস্থিতি প্রিডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস ৷ যদি কারও ফাস্টিং সুগার ১০০ থেকে ১২৫ এমজি ডিএল থাকে সেক্ষেত্রে প্রিডায়াবেটিসের সঙ্কেত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
খাওয়ার পরে সুগারের স্তর যদি ১৪০ থেকে ১৯৯ এমজি ডিল হলে প্রিডায়াবেটিস হয়ে থাকে ৷ HbA1c ৫.৪ শতাংশ হলে ডায়াবেটিসের ইশারা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
সময় থাকতে থাকতে ব্লাডসুগারের খবর এলে তা অতি সহজেই নর্ম্যাল হতে পারে ৷ এই রোগের ঝুঁকি থাকে ৷ যা রক্ষা করতে পারে সহজেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
৬-১২ বছর বয়সে ফাস্টিং সুগার ৭০-১০০ mg/DL , খাওয়ার পরে ৭০-১৪০ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
কৈশোরে (১৩-১৯ বছর বয়সে) ফাস্টিং সুগার ৭০-১০৫ mg/DL, খাওয়ার পরে ৭০-১৪৫ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
যৌবনে (২০-৪০ বছর বয়সে) ফাস্টিং সুগার ৭০-১১০ mg/DL, খাওয়ার পরে ৭০-১৪০ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
মধ্য বয়সে (৪১-৬০ বছর বয়সে) ফাস্টিং সুগার ৭০-১১০ mg/DL, খাওয়ার পরে ৭০-১৫০ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
বয়স্কালে (৬০ বছরের উপরে) ফাস্টিং সুগার ৭০-১২০ mg/DL, খাওয়ার পরে ৭০-১৬০ mg/DL ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Age Wise Blood Sugar Level: সকাল সন্ধে কোন বয়সে কত ব্লাড সুগার রাখবেন? কৈশোর-যৌবন-প্রৌঢ়ত্ব-বার্ধক্য কত রাখবেন?