TRENDING:

Shigella bacteria: দোকানের সুস্বাদু চিকেন ডিশ খেয়ে কিশোরের মৃত্যু, কতটা মারাত্মক এই ব্যাকটেরিয়া জানানে?

Last Updated:
শিগেল্লা ব্যাকটেরিয়ার (Shigella bacteria) আক্রান্তরা প্রথমিকভাবে ডায়রিয়ায় ভুগলেও, এর সঙ্গে যুক্ত হয় পেটের অসহ্য যন্ত্রণা, জ্বর ও বমি৷ ৫ বছরের কম এবং যারা কমজোরি, তাদের মৃত্যুও পর্যন্ত হতে পারে শিগেল্লা ব্যাকটেরিয়ার সংক্রমণে৷
advertisement
1/6
দোকানের সুস্বাদু চিকেন ডিশ খেয়ে কিশোরের মৃত্যু, কতটা মারাত্মক এই রোগ জানেন?
মারাত্মক পেটের রোগে এক কিশোরের মৃত্যু ও ৪০জনেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ায় চিন্তিত কেরলের স্বাস্থ্য দফতর৷ এটি সাধারণ ফুড পয়জিনিং নয় বলছেন চিকিৎসকরা৷ শিগেল্লা ব্যাকটেরিয়ার (Shigella bacteria) ফলে এভাবে অসুস্থ ও মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি করা হচ্ছে৷ কাসারগদ এলাকার চেরুভাথুরে এক রেস্তোরাঁয় একটি বিখ্যাত চিকেন ডিশ খেয়েই এই বিপত্তি৷ সংক্রামিতদের রক্ত ও বিষ্ঠার নমুনা পরীক্ষার পর, এই মারণ ব্যাকটেরিয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা৷ শিগেল্লা ব্যাকটেরিয়ার আক্রান্তরা প্রথমিকভাবে ডায়রিয়ায় ভুগলেও, এর সঙ্গে যুক্ত হয় পেটের অসহ্য যন্ত্রণা, জ্বর ও বমি৷ ৫ বছরের কম এবং যারা কমজোরি, তাদের মৃত্যুও পর্যন্ত হতে পারে শিগেল্লা ব্যাকটেরিয়ার সংক্রমণে৷
advertisement
2/6
এর সম্পর্ক কী জানতে হবে? --শিগেল্লা-র (Shigella) আক্রমণে ডায়রিয়া বা পেটের রোগ দেখা যায়৷ এটি এন্টারোব্যাকটর ব্যাকটেরিয়া পরিবারের অন্তর্গত৷ যদিও এন্টারোব্যাকটরের সব ব্যাকটেরিয়া মানবদেহে সংক্রমণ ছড়াতে পারে না৷ --শিগেল্লা-র ফলে অন্ত্রে সমস্যা দেখা যায়৷ ডায়রিয়া, পেট ব্যথা এবং জ্বর হয়৷ --এটি মূলত খাবার ও জলের মধ্যে দিয়ে ছড়ায়৷ দূষিত খাবার (কেরলের ক্ষেত্রে যা ঘটে) গ্রহণ থেকেও ছড়ায়৷ পরিষ্কার করে না ধোয়া ফল বা সব্জি থেকেও এই রোগ ছড়ায়৷ --দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এই ব্যাকটেরিয়া৷ সংক্রমিত ব্যক্তির বিষ্ঠা থেকে এই রোগ ছড়ায়৷ এছাড়া দূষিত জলে স্নান বা সাঁতার কাটলেও শরীরে ঢুকে পড়তে সক্ষম এ ধরণের ব্যাকটেরিয়া৷
advertisement
3/6
কাদের জন্য ভয়ের? --সন্তানসম্ভবা, ৫ বছরের কম বাচ্চা, রোগ প্রতিরোধের ক্ষমতা কম ব্যক্তিদের শরীরে দ্রুত প্রবেশ করতে পারে শিগেলা ব্যাকটেরিয়া৷ --সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে যে ৪ রকমের শিগেল্লা ব্যাকটেরিয়া রয়েছে৷ শিগেল্লা সোন্নেই, শিগেল্লা ফ্লেক্সনেরি, শিগেল্লা বয়ডি, শিগেল্লা ডিসেনটেরিয়া৷ এদের মধ্যে শিগেল্লা ডিসেনটেরিয়া৷ সব থেকে মারাত্মক৷ --যদিও চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, শিগেল্লা থেকে সংক্রমণ খুব বেশি দেখা যায় না৷ ১০০ জন ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে ১ জন শিগেল্লা সংক্রমণ নিয়ে ভর্তি হন৷
advertisement
4/6
কখন ডাক্তার দেখাতে হবে? ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যদি দিনে ২০ বারের বেশি পায়খানা হয় তাহলে অবশ্যেই চিকিৎসকের কাছে যেতে হবে৷ ডায়রিয়ার ফলে শরীর থেকে জল শুকিয়ে গেলে বা রক্ত বেরলে দ্রুত চিকিৎসক দেখাতে হবে৷ ডায়রিয়ার সঙ্গে ১০১-র উপর জ্বর হলে চিকিৎসক দেখাতে হবে৷
advertisement
5/6
কী ভাবে সাবধান হবেন? --খাবার আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে৷ --বিষ্ঠা ত্যাগের পর ভাল করে পরিষ্কার হতে হবে৷ --পরিশ্রুত পানীয় জল পান করতে হবে, ফল এবং সব্জি ভাল করে ধুয়ে খেতে হবে৷ --মাছ, মাংস, দুধ সঠিক তাপমাত্রায় ফোটাতে হবে৷
advertisement
6/6
শিগেল্লা (Shigella bacteria) সংক্রমণ মারাত্মক হতে পারে৷ যাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে এই রোগ৷ তবে সাধারণত এতে মৃত্যু কম হয়৷ সময় মতো হাসপাতালে পৌঁছে গেলে এবং চিকিৎসা শুরু হলে রোগীর কোনও সমস্যা হয় না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shigella bacteria: দোকানের সুস্বাদু চিকেন ডিশ খেয়ে কিশোরের মৃত্যু, কতটা মারাত্মক এই ব্যাকটেরিয়া জানানে?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল