TRENDING:

কুঁড়িতে কুঁড়িতে ভরবে গাছ...! শীতের 'অ্যাডেনিয়ামের' মাটিতে মেশান মোক্ষম 'জিনিস', ৫ মন্ত্রেই দেখুন ম্যাজিক!

Last Updated:
Adenium Flower: বিশেষজ্ঞদের মতে, খুব সাধারণ কিছু নিয়ম মানলেই বাড়িতে সুস্থ সুন্দর অ্যাডেনিয়াম গাছ চাষ করা সম্ভব। নিজে হাতে তৈরি করা সেই গাছেই ফুটবে থোকা থোকা ফুল। দেখলেই মিনিটে মন ভাল হবে ম্যাজিকের মতো।
advertisement
1/9
কুঁড়িতে কুঁড়িতে ভরবে গাছ! শীতের 'অ্যাডেনিয়ামে' মাটিতে মেশান মোক্ষম 'জিনিস', দেখুন ম্যাজিক
অল্প যত্নে দীর্ঘদিন টিকে থাকা ও নজরকাড়া রঙিন ফুলের জন্য শহর ও শহরতলিতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে অ্যাডেনিয়াম বা 'ডেজার্ট রোজ' গাছ। ছাদ, বারান্দা কিংবা ছোট উঠোন সব জায়গাতেই এখন এই গাছের চাষ চোখে পড়ছে।
advertisement
2/9
বিশেষজ্ঞদের মতে, খুব সাধারণ কিছু নিয়ম মানলেই বাড়িতে সুস্থ সুন্দর অ্যাডেনিয়াম গাছ চাষ করা সম্ভব। নিজে হাতে তৈরি করা সেই গাছেই ফুটবে থোকা থোকা ফুল। দেখলেই মিনিটে মন ভাল হবে ম্যাজিকের মতো।
advertisement
3/9
অ্যাডেনিয়াম গাছের জন্য মাঝারি আকারের টব সবচেয়ে উপযোগী।  মাটির ক্ষেত্রে বালি, বাগানের মাটি ও ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার মিশিয়ে ঝুরঝুরে জল ঝরঝরে মাটি তৈরি করলে গাছ দ্রুত বাড়ে।
advertisement
4/9
রোপণের সময় গাছের মোটা অংশটি পুরোপুরি মাটির নীচে না রেখে সামান্য ওপরে রাখাই ভাল। এতে গাছের সৌন্দর্য যেমন বাড়ে, তেমনই পচন ধরার আশঙ্কাও কমে।
advertisement
5/9
জল দেওয়ার ক্ষেত্রেই অধিকাংশ মানুষ ভুল করেন। প্রতিদিন জল দেওয়া একেবারেই উচিত নয়। মাটি পুরো শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে।
advertisement
6/9
সাধারণত ৩–৪ দিন অন্তর জল দিলেই যথেষ্ট। বর্ষাকালে জল আরও কম দিতে হয়। অ্যাডেনিয়াম গাছ ভাল রাখতে প্রতিদিন অন্তত ৫–৬ ঘণ্টা সরাসরি রোদ অপরিহার্য। রোদ না পেলে ফুল আসা বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
7/9
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফুল ফোটানোর সময় ফসফরাস ও পটাশ জাতীয় সার দিলে গাছে কুঁড়ির সংখ্যা বাড়ে। শীতকালে জল ও সার দুটোই কম দিতে হয়।
advertisement
8/9
সব মিলিয়ে খুব অল্প পরিচর্যা, কম জল ও পর্যাপ্ত রোদের মাধ্যমে বাড়িতেই সারা বছর অ্যাডেনিয়ামের রঙিন ফুল উপভোগ করা সম্ভব।
advertisement
9/9
অভিজ্ঞ অ্যাডেনিয়াম বাগান মালিক নিরঞ্জন কুমার জানান, মাটি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ৩০ থেকে ৩৫ শতাংশ বালি, ৩০ থেকে ৩৫ শতাংশ ঘেষ, কুড়ি শতাংশ মাটি, এবং ১০ শতাংশর মধ্যে পটাশ, জৈব সার,  চুন, কাঠ কয়লা এবং গোবর সার মিশিয়ে কমপক্ষে একমাস অল্প জল দিয়ে চাওয়ায় রেখে মাটি তৈরি করে নিতে হবে। এই মাটি এক বছর গাছকে খাবার জোগাবে। রাকেশ মাইতি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কুঁড়িতে কুঁড়িতে ভরবে গাছ...! শীতের 'অ্যাডেনিয়ামের' মাটিতে মেশান মোক্ষম 'জিনিস', ৫ মন্ত্রেই দেখুন ম্যাজিক!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল