Acid Reflux In Children: মাঝে মধ্যেই সন্তানের পেটে ব্যথা করে? শিশুকে সুস্থ রাখতে জানুন বিশেষ টোটকা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Acid Reflux In Children: শিশুদের পেট ব্যথা হলে কী করবেন? হাতের কাছের কয়েকটি ঘরোয়া উপাদান কাজে লাগান! জেনে নিন চিকিৎসকের মত
advertisement
1/5

পেটে ব্যথার সমস্যাতে শিশুরা প্রায় ভোগে।বদহজমের কারণে হয়ে থাকে এই সমস্যা। শীতকালে এই সমস্যা আরও বেশি দেখা যায়। কিছু ঘরোয়া টোটকাতে হবে সমস্যার সমাধান, জানালেন চিকিৎসক সুভাষ কর্মকার।
advertisement
2/5
হজমের গন্ডগোল হলে অবশ্যই ঘরে রাখতে হবে জোয়ান। জোয়ানের জল খেলে শিশুদের বদহজমের সমস্যার সমাধান হয়।
advertisement
3/5
শিশুর পেট ফাঁপা বমি ভাব দূর করতে আদা দেওয়া গরম জল খাওয়ানো ভাল বলে জানালেন চিকিৎসক। এতে মধু মিশিয়ে নিলে মেলে আরও উপকার।
advertisement
4/5
ভাল হজমের জন্য সন্তানের খাদ্য তালিকায় রাখুন শসা। এতে থাকা ফাইবার অন্ত্রের হাল ফেরার।
advertisement
5/5
শিশুকে বদহজমের থেকে রক্ষা দেয় হিং। হিং ও জল দিয়ে পেস্ট তৈরি করে তার শিশুর পেটে দিলে মেলে উপকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Acid Reflux In Children: মাঝে মধ্যেই সন্তানের পেটে ব্যথা করে? শিশুকে সুস্থ রাখতে জানুন বিশেষ টোটকা