Dream of Losing Baggage: বার বার ব্যাগ হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন? এর আসল মানে কী জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আর যদি আপনি এমন ভোলা মানুষ না হন, তাও স্বপ্নে ব্যাগ হারানো দেখতে পান, তবে কিন্তু একটু ভাবতে হবে (Dream of Losing Baggage)।
advertisement
1/7

আপনি কি খুব বেড়াতে ভালোবাসেন? সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন? যদি জবাব হ্যাঁ হয়, তবে বলুন তো আপনি খুব ভুলে যান? কখনও এমন হয়েছে যে, লাগেজ পুরোপুরি ভুলে গিয়েছেন? এমনটা যদি হয়, তাহলে কিন্তু স্বপ্নেও বার বার ব্যাগ হারিয়ে যাওয়া দেখতে পারেন আপনি (Dream of Losing Baggage)।
advertisement
2/7
আর যদি আপনি এমন ভোলা মানুষ না হন, তাও স্বপ্নে ব্যাগ হারানো দেখতে পান, তবে কিন্তু একটু ভাবতে হবে (Dream of Losing Baggage)। স্বপ্ন নিয়ে যাঁরা কাটাছেঁড়া করেন, গবেষণা করেন, তাঁরা এমন স্বপ্ন দেখতে পাওয়ার নির্দিষ্ট কারণ বলেছেন।
advertisement
3/7
দামি কোনও জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলাটা কখনওই সুখকর নয়। স্বপ্নে যদি আপনি বার বার ব্যাগ হারানো দেখতে পান, তাহলে তার গভীর অর্থ রয়েছে (Dream of Losing Baggage)। স্বপ্নের গবেষকরা বলছেন, এর মানে খুবই প্রিয় কোনও বস্তু আপনি ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন। হয়তো মনেই করতে পারছেন না।
advertisement
4/7
ধরুন, একটা কোনও বিষয়ে খুব যত্ন নিয়ে আপনি কাজ করলেন। কিন্তু সেটি জমা দেওয়ার আগে সেটি কোথায় রেখেছেন তা মনেই করতে পারছেন না। যার জেরে আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজও হয়তো হাতছাড়া হতে পারে।
advertisement
5/7
ফলে বার বার এমন স্বপ্ন দেখলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। স্বপ্নের বার বার আসা মানে, শুধু অতীত নয়, তা ভবিষ্যতেও হতে পারে। ফলে নিজের গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি আপনাকে আরও যত্নশীল হতে হবে।
advertisement
6/7
অন্যভাবে ভাবলে, এমন স্বপ্ন এটাও প্রমাণ করে যে আপনি নিজের জিনিসের প্রতি যত্নশীল ও দায়িত্ববান নন। অনেক গুরুত্বপূর্ণ জিনিসও আপনি যেখানে সেখানে রেখে দেন।
advertisement
7/7
এই ব্যাগ হারানো আসলে, আপনার নিজস্ব কোনও প্রতিভা বা শক্তি হারানোর ইঙ্গিত। নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাওয়ারও ইঙ্গিত এমন ব্যাগ হারানোর স্বপ্ন। আবার, ব্যাগ হারানোর নিয়মিত স্বপ্নের মানে, নতুন কিছু শুরুর ডাকও হতে পারে। ওই ব্যাগে অতীতকে রেখে হারিয়ে ফেলেছেন, এবার নতুন শুরুর পালা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dream of Losing Baggage: বার বার ব্যাগ হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন? এর আসল মানে কী জানুন