Weekend Trip: শহরের মধ্যে সাজানো 'এই' গ্রাম শহরবাসীর মন ভাল করার জায়গা, শীতের বিকেলে ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Weekend Trip: শহরের মধ্যে সাজান একটি গ্রাম, এই গ্রামে প্রবেশ করলেই মন হবে শান্ত, ১১৭ নম্বর জাতীয় সড়কের বেলেপোল সংলগ্ন কুসুমপুর গ্রাম পার্ক এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে।
advertisement
1/5

*হাওড়া শহরের বুকে সাজান একটি গ্রাম! যে গ্রামে পৌঁছলে ভারাক্রান্ত মন হয়ে উঠবে সুন্দর। শীতের বিকেলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে এখানে। শহরের মাঝে এমন সাজান একটি স্থান, যে স্থান দেখলে মন জুড়িয়ে যাবে, আর এই স্থানই এখন বহু মানুষের মন ভাল করার ঠিকানা।
advertisement
2/5
*কুসুমপুর গ্রাম এখন ছোট বড় সকলের পছন্দের একটি স্থান। বিকেল হলেই ছোট-বড় সকলে ভিড় জমাচ্ছে এই এখানে। শহরের মাঝেই সাজান এই গ্রামে খড়ের ছাউনির ঘর, তুলসীমঞ্চ-সহ বিভিন্ন মডেল, যা আরও বেশি করে মানুষের মন আকৃষ্ট করে।
advertisement
3/5
*হাওড়ার ১১৭ নং জাতীয় সড়কের কাছেই কুসুমপুর গ্রাম। যেখানে অল্প কিছুক্ষনে কাটালেই মন হবে শান্ত ও মন ভাল করবে নিমিষে। পার্কের মধ্যে ছোট্ট একটি পুকুর রয়েছে শানের ঘাট। বিভিন্ন ফুল ও ফলের গাছ, এছাড়াও রয়েছে ফোয়ারা।
advertisement
4/5
*হাওড়া বেলেপোল সংলগ্ন কুসুমপুর গ্রাম। ব্যস্ত কংক্রিটের শহরের মধ্যে থেকেও যেন শহরের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা একখানা জগৎ। যেখানে প্রবেশ করলেই নিমিষে উধাও শহুরে ব্যস্ততার সমস্ত ক্লান্তি ও একঘেয়েমি ভাব।
advertisement
5/5
*বেলেপোল বাস স্টপেজ থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টা খোলা থাকে এই পার্ক। সকলের প্রবেশ অবাধ, কোনও প্রবেশ মূল্য না থাকার ফলে শহরবাসীর আর পছন্দের এই পার্ক। প্রতিদিন অসংখ্য মানুষ আসেন, ছুটির দিনগুলিতে রীতিমতো ভিড় থাকে দিনভর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: শহরের মধ্যে সাজানো 'এই' গ্রাম শহরবাসীর মন ভাল করার জায়গা, শীতের বিকেলে ঘুরে আসুন