TRENDING:

Winter Short Budget Tour: একেবারে বাংলার বুকে এক টুকরো বিদেশ! অতি কম খরচে ফ্যামিলি ট্যুর, শীতে রোদ মাখা জমজমাট বাজেট ট্রিপ, ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের এই জায়গায়

Last Updated:
ঘুরতে যাওয়ার শখ! একদিনের ছুটিতে বেরিয়ে পড়ুন, ভূগোলের বইয়ের পাতা চোখের সামনে ভেসে উঠবে৷ প্রকৃতি সৃষ্ট ভূমিরূপ, নির্জন পরিবেশ, কটেজে রাত্রী যাপন, সবমিলিয়ে ছুটি কাটবে আনন্দে৷
advertisement
1/8
বাংলার বুকে এক টুকরো বিদেশ!অতি কম খরচে ফ্যামিলি ট্যুরে যান মেদিনীপুরের এই জায়গা
সামনে শীতকাল। ইতিমধ্যে রাজ্যজুড়ে শীত অনুভূত হচ্ছে। সারা বছর ভ্রমণপিপাসু বাঙালিরা নিত্যনতুন ডেস্টিনেশন এর খোঁজে বের হন। কখনও কাছে পিঠে আবার কখনও দূর গন্তব্যের উদ্দেশ্যে বের হন অনেকেই। তবে কলকাতার খুব কাছেই রয়েছে এমন সুন্দর একটি ডেসটিনিশন। যা হয়ত ভূগোলের পাতায় আপনি পড়েছেন, চাক্ষুষ করতে হলে আপনাকে আসতেই হবে এখানে। (রঞ্জন চন্দ) (Photo Collected)
advertisement
2/8
ঘুরে দেখবেন প্রাকৃতিকভাবে সৃষ্ট এই বিশেষ জায়গা। সারাদিনের ছুটিতে একদিন ঘুরে দেখলে মন ভাল হয়ে যাবে আপনার। শান্ত নদীর প্রবাহ, চারিদিকে প্রাকৃতিক কারণে সৃষ্ট হওয়া নানা ভূমিরূপ এবং শান্ত শীতল পরিবেশ আপনার মন ভাল করে তুলবে। সারাদিন ক্লান্তি নিমেষে দূর হবে এখানে এলে।(Photo Collected)
advertisement
3/8
মেদিনীপুর শহরের কাছেই রয়েছে এমন সুন্দর একটি জায়গা। যা আপনাকে নিয়ে যাবে অ্যাডভেঞ্চারের পরতে পরতে। তাই ছুটির দিনে কিংবা সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে একবার ঘুরে দেখুন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি। যেমন প্রাকৃতিক স্নিগ্ধতা তেমনি আপন খেয়ালে বয়ে চলা শিলাবতীর শান্ততা মুগ্ধ করবে আপনাকে। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে চমকে দেবে। শুধু তাই নয়, ভূগোলের বইতে পড়া আস্ত গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাবেন এখানে।(Photo Collected)
advertisement
4/8
প্রকৃতির তৈরি শিল্প বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। শুধু ঘুরে দেখা নয়, কটেজে থেকে রাতের প্রাকৃতিক নির্জনতা উপভোগ করতে পারবেন। শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে ঘুরে আসতেই পারেন গনগনি থেকে।মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে সবুজে ঘেরা গড়বেতা।(Photo Collected)
advertisement
5/8
গড়বেতা টাউনের ঠিক কাছেই রয়েছে শিলাবতী নদী। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গড়বেতার গনগনি। শিলাবতী নদীর প্রবাহ, স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। কোথাও উঁচু উঁচু টিলা আবার কোথাও বেশ কিছুটা গর্তর আকারে তৈরি হয়েছে এই ভূমিরূপ। এখানে এলে আলাদা প্রশান্তি মিলবে।(Photo Collected)
advertisement
6/8
আপন ধারায় বয়ে চলা শিলাবতী নদীর গা ঘেঁষে দিনের পর দিন দাঁড়িয়ে থাকা প্রকৃতির শিল্প দেখে আপনার মনে হবে প্রাচীনকালের কোনও হারিয়ে যাওয়া সভ্যতা। বাঁধানো সুন্দর সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় একেবারে কাছে। চারিদিকে অপূর্ব ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ।গুগল লোকেশন: https://maps.app.goo.gl/9epnyKMFtn5e6mwP7  (Photo Collected)
advertisement
7/8
এখানে এলে থাকতে পারবেন কটেজে। রয়েছে এসি, নন এসি কটেজ। রয়েছে ডরমেটরি। দুটি ডরমেটরিতে রয়েছে দশটি এবং ছটি বেড। প্রতি রাতের জন্য ৫০০ টাকা। অন্যদিকে এসি রুমের জন্য সাড়ে তিন হাজার এবং নন এসি রুমের জন্য তিন হাজার টাকা। তাই ছুটির দিনে একটা দিন কাটাতে পারবেন এখানে। (Photo Collected)
advertisement
8/8
দায়িত্বে থাকা শাহরুখ মহাম্মদ জানিয়েছেন, সপ্তাহ শেষে বেশ বুক হচ্ছে এখানে। বুক করা যাবে www.ganganiresort.com এ। সড়ক পথে পৌঁছতে পারবেন এখানে অন্যদিকে রেলপথে গড়বেতা স্টেশনে নেমে পৌঁছে যেতে পারবেন এমন সুন্দর একটি প্রাকৃতিক জায়গায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Short Budget Tour: একেবারে বাংলার বুকে এক টুকরো বিদেশ! অতি কম খরচে ফ্যামিলি ট্যুর, শীতে রোদ মাখা জমজমাট বাজেট ট্রিপ, ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের এই জায়গায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল