Jhargram Tourism: শরতের জঙ্গলমহলে শাল, পলাশ, মহুয়ার মাঝে কাশফুলের সারি! এক অনাবিল আনন্দ পেতে দেখে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram Tourism: শাল, পলাশ, মহুয়ার জঙ্গলের মাঝে শরতের সোনালী রোদ আর সাদা কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য। প্রকৃতির এই অপরূপ রূপে মুগ্ধ হয় সকলেই। শুভ্র কাশফুলের ঢেউ খেলান সৌন্দর্য সকলের হৃদয় ছুঁয়ে যায়।
advertisement
1/5

*ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: শরতের আকাশে শুভ্র মেঘের ভেলা, আর মাটিতে কাশফুলের মেলা, প্রকৃতির এই অপরূপ রূপে মুগ্ধ হয় সকলেই। শুভ্র কাশফুলের ঢেউ খেলানো সৌন্দর্য সকলের হৃদয় ছুঁয়ে যায়। প্রকৃতির এই শান্ত ও স্নিগ্ধ রূপ মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে তোলে।
advertisement
2/5
*কাশফুল মানেই শরতের শুভ্রতা, নিঃশব্দ ভালবাসা আর প্রকৃতির এক অনন্য শান্ত সৌন্দর্য। এই ফুল যেন প্রকৃতির গভীর ভালবাসার প্রতিচ্ছবি যেখানে বাতাসে দোল খেয়ে ওঠে স্মৃতির ঢেউ।
advertisement
3/5
*কাশফুল ফুটলে মনে হয় যেন সাদা মেঘেরা নেমে এসেছে সবুজ ঘাসের বুকে। এই দৃশ্য দেখা মেলে জঙ্গলমহলের আনাচ-কানাচে।
advertisement
4/5
*শাল, পলাশ, মহুয়ার জঙ্গলের মাঝে শরতের সোনালী রোদ আর সাদা কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য, মিলেমিশে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করে। প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে ক্যামেরাবন্দি করেন অনেকেই।
advertisement
5/5
*কাশফুল মানেই মেঘলা আকাশ, হালকা বাতাস আর কিছু না বলা আবেগ—যেটা শুধু হৃদয়ই বোঝে, ভাষা নয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jhargram Tourism: শরতের জঙ্গলমহলে শাল, পলাশ, মহুয়ার মাঝে কাশফুলের সারি! এক অনাবিল আনন্দ পেতে দেখে আসুন