সেক্সডলের পতিতালয় নির্মাণ পরিকল্পনা আপাতত স্থগিত, কেনই বা এই নিষেধাজ্ঞা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

এর আগে পুরুষেরা বাড়তি মনরঞ্জনের জন্য বেশ্যালয়ে যেতেন ৷ সময় বদলের সঙ্গে সঙ্গে বাগান বাড়িতে মহিলা নিয়ে এসে মনরঞ্জন করেছেন বহু পুরুষ ৷ তাপরে সময়ের আরও বিবর্তন হয়েছে মানুষ এক ঘেয়েমি কাটানোর জন্য সেক্সরোবর্ট ব্যবহারও করে ৷ তবে এখানেই থেমে নেই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
আমেরিকায় এক শহরে এমনই এক বেশ্যালয় খোলার কথা হয়েছিল তবে তা মঞ্জুর করা হয়নি ৷ কানাডার এক প্রতিষ্ঠান KinkySDollS সেক্সডলস নিয়ে একটি পতিতালয় খোলার প্রস্তাব দিয়েছিল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/6
এই নিয়ে একটি অনলাইন সংস্থা মতামত নেওয়া হয়েছিল যেখানে ১২ হাজার মানুষের সমর্থন পেয়েছল সংস্থাটি ৷ অনেক মন্তব্য করেছেন এমন পতিতালয় হলে মহিলারা শুধুই পণ্যভোগ্য সামগ্রীতে পরিণত হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
অনেক সংস্থাই মনে করে এর পলে সমাজে আসবে বৈষম্য বাড়বে হিংসা ৷ টরেন্টো ও প্যারিসে এমন পতিতালয় আগের থেকেই ছিল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
সেক্সডলের পতিতালয় খুলতে প্রয়োজন ২৫০০ স্ক্যয়ার ফুট জায়গার প্রয়োজন এবং তা পাওয়াও গিয়েছে ৷ আগে সেই জায়গায় একটি হেয়ার সেলুন ছিল ৷ ছবি সংগৃহীত ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
তাই বর্তমানে বিভিন্ন বিতর্কে উত্তপ্ত হওয়ার পরেই সেক্সডল ও সেক্সরোবর্টসের পতিতালয় নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷